গাজীপুরে সালমান, আনিসুল ও সাবেক আইজিপি মামুন নতুন মামলায় গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২২ জুন ২০২৫, ২০:০০
গ্রেফতারকৃত সালমান এফ রহমানকে আদালতে হাজির করা হচ্ছে। ছবি: সংগৃহীত

গাজীপুর, ২২ জুন, ২০২৫ (বাসস) : গাজীপুরে সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে নতুন একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। 

আজ তাদের গাজীপুর মেট্টোপলিটন আদালতে আনা হলে জুলাই গণঅভ্যুত্থানে গাজীপুরের গাছা থানা এলাকায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা তিনটি পৃথক হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়। 

সকাল ১০টায় গাজীপুর মেট্রোপলিটন আদালত-৩-এ তাদের হাজির করা হলে বিচারক ওমর হায়দার নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে চার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, গাছা থানায় সংঘটিত হত্যার ঘটনায় দায়ের করা তিনটি মামলায় মোট আসামি করা হয়েছে শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মীকে। এদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আনিসুল হক, কামরুল ইসলাম, সালমান এফ রহমান এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

এর আগে দায়ের হওয়া দুটি মামলায় চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। আজ গাছা থানার নতুন মামলায় গ্রেপ্তার দেখাতে তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী বলেন, কারাগার থেকে কঠোর নিরাপত্তায় সকাল ১০টায় চার আসামিকে আদালতে আনা হয় এবং বিচারক তাদের নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আদালতের নির্দেশ অনুযায়ী শুনানি শেষে আসামিদের আবারও পুলিশি নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
চাঁদপুরের হাজীগঞ্জে সংঘর্ষের ঘটনায় জামায়াতের নিন্দা, ইউনিয়ন আমির পদচ্যুত
বিএনপির সম্মেলনে জাল ভোট দিতে গিয়ে ধরা পড়ে প্রতিপক্ষকে ছুরিকাঘাত যুবকের
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময়
ভাষা সৈনিক আহমদ রফিকের মৃত্যু অপূরণীয় ক্ষতি : ঢাবি সাদা দল
জনগণের প্রত্যাশা পূরণ করলে ভোট চাইতে হয় না : হাসনাত আব্দুল্লাহ
বাংলাদেশকে ১৪৮ রানের টার্গেট দিল আফগানিস্তান
সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু
শিগগিরই পাবনা-ঢাকা সরাসরি রেল যোগাযোগ চালু হবে : রেল সচিব
নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
১০