গাজীপুরে সালমান, আনিসুল ও সাবেক আইজিপি মামুন নতুন মামলায় গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২২ জুন ২০২৫, ২০:০০
গ্রেফতারকৃত সালমান এফ রহমানকে আদালতে হাজির করা হচ্ছে। ছবি: সংগৃহীত

গাজীপুর, ২২ জুন, ২০২৫ (বাসস) : গাজীপুরে সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে নতুন একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। 

আজ তাদের গাজীপুর মেট্টোপলিটন আদালতে আনা হলে জুলাই গণঅভ্যুত্থানে গাজীপুরের গাছা থানা এলাকায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা তিনটি পৃথক হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়। 

সকাল ১০টায় গাজীপুর মেট্রোপলিটন আদালত-৩-এ তাদের হাজির করা হলে বিচারক ওমর হায়দার নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে চার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, গাছা থানায় সংঘটিত হত্যার ঘটনায় দায়ের করা তিনটি মামলায় মোট আসামি করা হয়েছে শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মীকে। এদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আনিসুল হক, কামরুল ইসলাম, সালমান এফ রহমান এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

এর আগে দায়ের হওয়া দুটি মামলায় চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। আজ গাছা থানার নতুন মামলায় গ্রেপ্তার দেখাতে তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী বলেন, কারাগার থেকে কঠোর নিরাপত্তায় সকাল ১০টায় চার আসামিকে আদালতে আনা হয় এবং বিচারক তাদের নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আদালতের নির্দেশ অনুযায়ী শুনানি শেষে আসামিদের আবারও পুলিশি নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০