পশ্চিম সাহারার স্বায়ত্তশাসনের জন্য মরক্কোর পরিকল্পনাকে সমর্থন করল জাতিসংঘ

বাসস
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১১:৩৫

ঢাকা, ১ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত শুক্রবার একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে, যেখানে বিতর্কিত পশ্চিম সাহারা অঞ্চলের জন্য মরক্কোর স্বায়ত্তশাসন পরিকল্পনাকে "সবচেয়ে সম্ভাব্য" সমাধান হিসেবে সমর্থন জানানো হয়েছে। এর ফলে মরক্কোর রাজধানী রাবাতে আনন্দ-উল্লাস দেখা গেলেও, আলজেরিয়া এতে ক্ষুব্ধ হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

পশ্চিম সাহারা একটি বিস্তীর্ণ খনিজসম্পদে সমৃদ্ধ সাবেক স্প্যানিশ উপনিবেশ, যা মূলত মরক্কোর নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু কয়েক দশক ধরে আলজেরিয়া-সমর্থিত স্বাধীনতাপন্থী পোলিসারিও ফ্রন্ট এই অঞ্চলের দাবিদার।

নিরাপত্তা পরিষদ পূর্বে মরক্কো, পলিসারিও ফ্রন্ট, আলজেরিয়া এবং মৌরিতানিয়াকে একটি বিস্তৃত চুক্তিতে পৌঁছানোর জন্য পুনরায় আলোচনায় বসার আহ্বান জানিয়েছিল।

তবে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের উদ্যোগে, পরিষদ তাদের অবস্থান পরিবর্তন করে ২০০৭ সালে রাবাতের উপস্থাপিত এক পরিকল্পনাকে সমর্থন জানায়, যার অধীনে পশ্চিম সাহারা মরক্কোর একক সার্বভৌমত্বের আওতায় স্বায়ত্তশাসন উপভোগ করবে।

প্রস্তাবটি ১১-০ ভোটে গৃহীত হয়েছে। তিনটি দেশ ভোটদানে বিরত থাকে এবং আলজেরিয়া অংশ নিতে অস্বীকার করে। প্রস্তাবে বলা হয়েছে, যে মরক্কোর সার্বভৌমত্বের অধীনে পশ্চিম সাহারার স্বায়ত্তশাসন এই ৫০ বছর পুরনো সংঘাতের সমাধানের জন্য ভবিষ্যৎ আলোচনার ভিত্তি হতে পারে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে বলা হয়েছে, ‘মরোক্কোর সার্বভৌমত্বের অধীনে প্রকৃত স্বায়ত্তশাসন সবচেয়ে সম্ভাব্য সমাধান হতে পারে।’ 

মরক্কোর রাজা মোহাম্মদ ষষ্ঠ এই ভোটকে ‘ঐতিহাসিক’ বলে প্রশংসা করেছেন এবং বলেছেন, ‘আমরা সাহারার মরক্কীয় পরিচয়কে সংরক্ষণের প্রক্রিয়ায় একটি নতুন ও বিজয়ী অধ্যায়ের সূচনা করছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় অতিরিক্ত শব্দসৃষ্টিকারী যানবাহনে জরিমানা আদায়
আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ
উত্তরায় ‘জুলাই যোদ্ধা‘র মৃতদেহ উদ্ধার
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১৫০০ রানার নিয়ে কক্সবাজার ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা
তুরস্ক থেকে ৫ লক্ষাধিক সিরীয় দেশে ফিরেছে : আঙ্কারা
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
১০