বাংলাদেশ বিমান বাহিনীতে প্রভোস্ট সপ্তাহ উদ্বোধন 

বাসস
প্রকাশ: ২২ জুন ২০২৫, ২০:৩৬
বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন আজ বিমান বাহিনী সদর দপ্তর প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে প্রভোস্ট সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করেন। ছবি: আইএসপিআর

ঢাকা, ২২ জুন, ২০২৫ (বাসস): বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন আজ রোববার বিমান বাহিনী সদর দপ্তর (ইউনিট) প্যারেড গ্রাউন্ডে  প্রধান অতিথি হিসেবে প্রভোস্ট সপ্তাহ-২০২৫ এর শুভ উদ্বোধন করেছেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রভোস্ট পেশার বিমানসেনাদের কর্তব্য পালনকালীন ব্যক্তিগত শৃঙ্খলার আদর্শ স্থাপনের পাশাপাশি বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে আইন প্রয়োগের ক্ষেত্রে পক্ষপাতিত্ব পরিহার করে ধৈর্য, বিচক্ষণতা ও নিঃস্বার্থভাবে দায়িত্ব পালনে দিক নির্দেশনা দেন।

প্রভোস্ট মার্শাল পরিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় বিমান বাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ, অনিয়ম প্রতিরোধ, শৃঙ্খলার মানোন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং প্রভোস্ট পেশার বিমানসেনাদের সততা, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা ও কর্মতৎপরতা বৃদ্ধির উদ্দেশ্যে আজ থেকে ২৬ জুন পর্যন্ত বিমান বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিট এলাকায় প্রভোস্ট সপ্তাহ-২০২৫ একযোগে পালিত হচ্ছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধানগণ, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিআরটিএ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা
চাল ও সবজিতেও ক্ষতিকর আর্সেনিক : ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা
রাঙামাটিতে জাতীয় সমবায় দিবস পালিত
ড্রোন আতঙ্কে দুই ঘণ্টা বিমান চলাচল বন্ধ বার্লিন বিমানবন্দরে
পশ্চিম সাহারার স্বায়ত্তশাসনের জন্য মরক্কোর পরিকল্পনাকে সমর্থন করল জাতিসংঘ
যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা উত্তেজনা: ত্রিনিদাদ এন্ড টোবাগোর সেনাবাহিনী সতর্ক অবস্থানে
হোয়াইট হাউস প্রেস অফিসের কিছু অংশে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করেছে
ড্রামা সিরিজের ফুটেজ ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত
গাংনী উপজেলায় বিএনপির গণসংযোগ ও পথসভা
জাটকা শিকারে নিষেধাজ্ঞা কার্যকর আজ থেকে
১০