ডাকসু ও হল সংসদ নির্বাচন : রিটার্নিং কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২২ জুন ২০২৫, ২০:৪৭
ফাইল ছবি

ঢাকা, ২২ জুন, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষ্যে চিফ রিটার্নিং কর্মকর্তা এবং অন্যান্য রিটার্নিং কর্মকর্তাদের এক গুরুত্বপূর্ণ বৈঠক আজ নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন চিফ রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এ এস এম মহিউদ্দিন (মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ), অধ্যাপক ড. গোলাম রব্বানী (সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট), অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম (উন্নয়ন অধ্যয়ন বিভাগ), অধ্যাপক ড. নাসরিন সুলতানা (স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট), অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম (শহীদুল জাহীদ) (ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগ), অধ্যাপক ড. তারিক মনজুর (বাংলা বিভাগ) এবং সহযোগী অধ্যাপক শারমীন কবীর (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)।

বৈঠকে নির্বাচনী প্রস্তুতি ও বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৪ জুন সকাল সাড়ে ১০টায় চিফ রিটার্নিং কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাগণ বিভিন্ন হলের প্রভোস্টদের সঙ্গে মতবিনিময় করবেন।

পাশাপাশি আগামী ২৬ জুন দুই ধাপে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর সঙ্গেও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

এই মতবিনিময় সভাগুলোর উদ্দেশ্য হচ্ছে একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জন্ম ও মৃত্যু নিবন্ধন সর্বজনীন করতে আইন সংস্কার অপরিহার্য
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি
আজকের শিশুরাই আগামী দিনে দেশ পরিচালনার নেতৃত্ব দেবে: শারমীন এস মুরশিদ
গণহত্যাকারীদের প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে: চিফ প্রসিকিউটর
ওয়েস্ট ইন্ডিজের প্রথম বিশ্বকাপ জয়ী ক্রিকেটার জুলিয়েনের মৃত্যু
কোস্টগাডের্র বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ 
নির্বাচনের আগে টাকার খেলা কঠোরভাবে বন্ধ করতে হবে: মাহবুব মোর্শেদ
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৩৫৯
শিক্ষা খাতের উন্নয়নে জিডিপির অন্তত ৫ শতাংশ বরাদ্দ প্রয়োজন: এনইউ উপ-উপাচার্য
এসএমই উদ্যোক্তাদের জন্য বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক
১০