ধান ও চালের অবৈধ মজুদ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য অধিদপ্তরের অভিযান

বাসস
প্রকাশ: ২২ জুন ২০২৫, ২১:০৮
ধান ও চালের অবৈধ মজুদ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য অধিদপ্তরের অভিযান। ছবি : বাসস

ব্রাহ্মণবাড়িয়া, ২২ জুন, ২০২৫ (বাসস) : ধান ও চালের অবৈধ অতিরিক্ত মজুদ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়েছে প্রশাসন।

আজ রোববার সকালে উপজেলার বিভিন্ন চাতালকল ও অটো রাইস মিলে এই অভিযান পরিচালনা করা হয়।  অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি কাজী তাহমিনা শারমীন।

 অভিযানে লাইসেন্স না থাকায় উপজেলা শহরের সোনারামপুরের ফাতেমা অটো রাইস মিলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানকালে বিভিন্ন চাতালকল ও অটো রাইস মিলে সন্তোষজনক মজুদ পেয়েছেন বলে জানান নির্বাহী ম্যাজিস্টেট ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা। 

অভিযানে অন্যান্যের মধ্যে উপজেলা খাদ্য কর্মকর্তা মো. আব্দুর রউফ, খাদ্য পরিদর্শক উম্মে মানসুরা ও আশুগঞ্জ খাদ্য গুদামের ওসি এলএসডি শিমুল দেসহ খাদ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, খাদ্য অধিদপ্তরের বৈধ লাইসেন্সধারী চাল ব্যবসায়ী, রাইস মিলারদের কেউই চলতি মৌসুমে তাদের গুদামে নির্দিষ্ট সর্বোচ্চ সীমার অতিরিক্ত চাল বা ধান মজুদ করতে পারবেন না। যদি কেউ তাদের গুদামে নির্দিষ্ট সর্বোচ্চ সীমার অতিরিক্ত চাল বা ধান মজুদ করেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।  অবৈধ মজুদ ঠেকাতে আজকে এই অভিযান পরিচালনা করা হয়েছে।  

আগামীতেও  তাদের এই অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন কর্মকর্তারা। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০