ধান ও চালের অবৈধ মজুদ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য অধিদপ্তরের অভিযান

বাসস
প্রকাশ: ২২ জুন ২০২৫, ২১:০৮
ধান ও চালের অবৈধ মজুদ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য অধিদপ্তরের অভিযান। ছবি : বাসস

ব্রাহ্মণবাড়িয়া, ২২ জুন, ২০২৫ (বাসস) : ধান ও চালের অবৈধ অতিরিক্ত মজুদ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়েছে প্রশাসন।

আজ রোববার সকালে উপজেলার বিভিন্ন চাতালকল ও অটো রাইস মিলে এই অভিযান পরিচালনা করা হয়।  অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি কাজী তাহমিনা শারমীন।

 অভিযানে লাইসেন্স না থাকায় উপজেলা শহরের সোনারামপুরের ফাতেমা অটো রাইস মিলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানকালে বিভিন্ন চাতালকল ও অটো রাইস মিলে সন্তোষজনক মজুদ পেয়েছেন বলে জানান নির্বাহী ম্যাজিস্টেট ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা। 

অভিযানে অন্যান্যের মধ্যে উপজেলা খাদ্য কর্মকর্তা মো. আব্দুর রউফ, খাদ্য পরিদর্শক উম্মে মানসুরা ও আশুগঞ্জ খাদ্য গুদামের ওসি এলএসডি শিমুল দেসহ খাদ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, খাদ্য অধিদপ্তরের বৈধ লাইসেন্সধারী চাল ব্যবসায়ী, রাইস মিলারদের কেউই চলতি মৌসুমে তাদের গুদামে নির্দিষ্ট সর্বোচ্চ সীমার অতিরিক্ত চাল বা ধান মজুদ করতে পারবেন না। যদি কেউ তাদের গুদামে নির্দিষ্ট সর্বোচ্চ সীমার অতিরিক্ত চাল বা ধান মজুদ করেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।  অবৈধ মজুদ ঠেকাতে আজকে এই অভিযান পরিচালনা করা হয়েছে।  

আগামীতেও  তাদের এই অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন কর্মকর্তারা। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জন্ম ও মৃত্যু নিবন্ধন সর্বজনীন করতে আইন সংস্কার অপরিহার্য
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি
আজকের শিশুরাই আগামী দিনে দেশ পরিচালনার নেতৃত্ব দেবে: শারমীন এস মুরশিদ
গণহত্যাকারীদের প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে: চিফ প্রসিকিউটর
ওয়েস্ট ইন্ডিজের প্রথম বিশ্বকাপ জয়ী ক্রিকেটার জুলিয়েনের মৃত্যু
কোস্টগাডের্র বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ 
নির্বাচনের আগে টাকার খেলা কঠোরভাবে বন্ধ করতে হবে: মাহবুব মোর্শেদ
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৩৫৯
শিক্ষা খাতের উন্নয়নে জিডিপির অন্তত ৫ শতাংশ বরাদ্দ প্রয়োজন: এনইউ উপ-উপাচার্য
এসএমই উদ্যোক্তাদের জন্য বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক
১০