মুকসুদপুরে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১০:৫৯
গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন। ছবি: বিএনপি মিডিয়া সেল

গোপালগঞ্জ, ২৩ জুন ২০২৫ (বাসস) : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা ও পৌরসভা বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

আরো উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আবদুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌরসভা বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহরাব শেখ, সহ-সভাপতি আওয়াল ফকির, মাহবুবুল আলম হিরু, মুন্নু মুন্সী, গোলাম মর্তুজা, ফিরোজ মৃধা, শফিকুল ইসলাম, রবিউল আলম মুন্সী, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান মুন্সী, মনির হোসেন, হেদায়েত হোসেন, আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক সাহিদুর রহমান, ননী গোপাল মণ্ডল প্রমুখ।

মুকসুদপুর পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সামচু মিয়া, সহ-সভাপতি রুস্তম মোল্যা, টুকু মেম্বার, সাংগঠনিক সম্পাদক ইকরাম শেখ, আওলাদ হোসেন, বিএনপি নেতা নুর মোহাম্মদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, পৌরসভা যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, আমিনুর রহমান আমিন, হানিফ মুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব কাইউম মুন্সী, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রুইন, সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক কাজী নয়ন, যুগ্ম সম্পাদক নাজমুল মিয়া, ফয়সাল খান জুবায়ের, পৌরসভা ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, সাংগঠনিক সম্পাদক অন্তর বিশ্বাস, যুগ্ম সম্পাদক আসাদ সর্দার, মুকসুদপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, সাধারণ সম্পাদক মহসিন মোল্যা, সিনিয়র সহ-সভাপতি শাহিন সিকদার অন্তরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন, একটি সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ নিশ্চিত করতে বিএনপি সুনির্দিষ্ট লক্ষ্য ও কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে। দলের আদর্শ ও কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০