রাজশাহীতে ছিনতাইকারী চক্রের মূলহোতা আটক

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১৪:৪৮
রাজশাহীতে ছিনতাইকারী চক্রের মূলহোতা রহিম হোসেনকে আটক করেছে র‌্যাব-৫। ছবি: বাসস

রাজশাহী, ২৩ জুন, ২০২৫ (বাসস) : রাজশাহী মহানগরীতে ছিনতাইকারী চক্রের মূলহোতা রহিম হোসেন (২২)-কে আটক করেছে র‌্যাব-৫।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে তাকে নগরীর শাহমখদুম থানাধীন আমচত্বর রায়পাড়া এলাকা থেকে আটক করা হয় বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব-৫ এর মিডিয়া সেল।

আটক রহিম হোসেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীকোল গ্রামের সাইফুলের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র‌্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ছিনতাইকারী চক্রের মূলহোতা রহিম হোসেন নওদাপাড়া এলাকায় আত্মগোপনে রয়েছে। 

বিষয়টি জানার পর র‌্যাবের ওই দলটি রাত দেড়টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে রহিমকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহিম জানায়, সে ও অন্যান্য পলাতক আসামীদের পরস্পরের যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মহানগর ও এর আশেপাশের এলাকায় দেশীয় ধারালো অস্ত্র ও টিপ চাকু দিয়ে পথচারিদের ভয়-ভীতি দেখিয়ে ছিনতাই করে আসছিলো। 

ছিনতাই ছাড়া রহিমের আর অন্য কোন পেশা নেই বলেও সে স্বীকার করে।

একাধিক মামলায় এজাহারভুক্ত এই আসামীকে আজ রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভাল্লুকের আক্রমণের পর সেনা মোতায়েন করল জাপান
মাটি ও পরিবেশ রক্ষায় মেহেরপুরে কৃষক ঐক্য ফাউন্ডেশনের পথসভা
বাগেরহাটে ৩ দিনব্যাপী ‘চিংড়ি চাষ’ প্রশিক্ষণ 
চট্টগ্রামের বোয়ালখালীতে জালে আটকে পড়া অজগর সাপ উদ্ধার
শান্তিরক্ষা প্রশিক্ষণ ও গবেষণায় সহযোগিতা বাড়াতে ঢাবি ও বিপসটের চুক্তি
খুলনা বিভাগীয় ভোক্তা অধিকারের অভিযানে ২০ প্রতিষ্ঠানকে জরিমানা
ঠাকুরগাঁওয়ে জুলাই যোদ্ধাদের মধ্যে সরিষা বীজ বিতরণ
চীনকে লক্ষ্য করে ফেন্টানাইল-সম্পর্কিত শুল্ক কমানোর আদেশে ট্রাম্পের স্বাক্ষর
রাজবাড়ীতে বিএনপি প্রার্থী আলী নেওয়াজের নির্বাচনী ক্যাম্পেইন শুরু
ট্রাম্পের প্রভাব ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণে ভোট
১০