রাজশাহীতে ছিনতাইকারী চক্রের মূলহোতা আটক

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১৪:৪৮
রাজশাহীতে ছিনতাইকারী চক্রের মূলহোতা রহিম হোসেনকে আটক করেছে র‌্যাব-৫। ছবি: বাসস

রাজশাহী, ২৩ জুন, ২০২৫ (বাসস) : রাজশাহী মহানগরীতে ছিনতাইকারী চক্রের মূলহোতা রহিম হোসেন (২২)-কে আটক করেছে র‌্যাব-৫।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে তাকে নগরীর শাহমখদুম থানাধীন আমচত্বর রায়পাড়া এলাকা থেকে আটক করা হয় বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব-৫ এর মিডিয়া সেল।

আটক রহিম হোসেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীকোল গ্রামের সাইফুলের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র‌্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ছিনতাইকারী চক্রের মূলহোতা রহিম হোসেন নওদাপাড়া এলাকায় আত্মগোপনে রয়েছে। 

বিষয়টি জানার পর র‌্যাবের ওই দলটি রাত দেড়টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে রহিমকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহিম জানায়, সে ও অন্যান্য পলাতক আসামীদের পরস্পরের যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মহানগর ও এর আশেপাশের এলাকায় দেশীয় ধারালো অস্ত্র ও টিপ চাকু দিয়ে পথচারিদের ভয়-ভীতি দেখিয়ে ছিনতাই করে আসছিলো। 

ছিনতাই ছাড়া রহিমের আর অন্য কোন পেশা নেই বলেও সে স্বীকার করে।

একাধিক মামলায় এজাহারভুক্ত এই আসামীকে আজ রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াত আমীরের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার উপদেষ্টার সাক্ষাৎ
শেখ হাসিনার ও পরিবারের নামের স্থাপনার নাম পরিবর্তন করেছে গৃহায়ন মন্ত্রণালয়
কুস্তিতে পুরুষ-নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন আনসার
ওয়ানডে ফরম্যাটে এনসিএল চালুর কথা ভাবছে বিসিবি
প্রধান উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক গণিত ও জীববিজ্ঞান অলিম্পিয়াডে পদকজয়ী ৬ শিক্ষার্থীর সাক্ষাৎ
সাংবাদিকদের কল্যাণে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ প্রয়োজন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
বিভিন্ন অপরাধে রাজধানীর মোহাম্মদপুরে গ্রেফতার ১৩
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের প্রধান বিচারপতির সাক্ষাৎ
অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৫৯ কর্মকর্তা
ভোটার তালিকা ও এনআইডির গুরুত্ব পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্তির উদ্যোগ ইসির
১০