রাজশাহীতে ছিনতাইকারী চক্রের মূলহোতা আটক

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১৪:৪৮
রাজশাহীতে ছিনতাইকারী চক্রের মূলহোতা রহিম হোসেনকে আটক করেছে র‌্যাব-৫। ছবি: বাসস

রাজশাহী, ২৩ জুন, ২০২৫ (বাসস) : রাজশাহী মহানগরীতে ছিনতাইকারী চক্রের মূলহোতা রহিম হোসেন (২২)-কে আটক করেছে র‌্যাব-৫।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে তাকে নগরীর শাহমখদুম থানাধীন আমচত্বর রায়পাড়া এলাকা থেকে আটক করা হয় বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব-৫ এর মিডিয়া সেল।

আটক রহিম হোসেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীকোল গ্রামের সাইফুলের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র‌্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ছিনতাইকারী চক্রের মূলহোতা রহিম হোসেন নওদাপাড়া এলাকায় আত্মগোপনে রয়েছে। 

বিষয়টি জানার পর র‌্যাবের ওই দলটি রাত দেড়টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে রহিমকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহিম জানায়, সে ও অন্যান্য পলাতক আসামীদের পরস্পরের যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মহানগর ও এর আশেপাশের এলাকায় দেশীয় ধারালো অস্ত্র ও টিপ চাকু দিয়ে পথচারিদের ভয়-ভীতি দেখিয়ে ছিনতাই করে আসছিলো। 

ছিনতাই ছাড়া রহিমের আর অন্য কোন পেশা নেই বলেও সে স্বীকার করে।

একাধিক মামলায় এজাহারভুক্ত এই আসামীকে আজ রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য বাংলাদেশ নারী দলের
চাঁপাইনবাবগঞ্জে টাইফয়েডের টিকাদান উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা
ভোক্তা অধিদপ্তরের ক্ষমতা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে : মহাপরিচালক
টাঙ্গাইলে চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস 
চট্টগ্রামে ২ সাংবাদিকের ওপর হামলা, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্র ও জাপানের তিন বিজ্ঞানী
ইডিসিএলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা হবে : এমডি সামাদ মৃধা
শেরপুরে বিশ্ব বসতি দিবস পালিত
সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষকের মৃত্যু
সর্বোচ্চ রান তানজিদের, উইকেট রশিদের
১০