সিকৃবিতে ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইট বিষয়ক কর্মশালা 

বাসস
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১৯:৫৫ আপডেট: : ২৫ জুন ২০২৫, ২০:০১

সিলেট, ২৫ জুন, ২০২৫ (বাসস): সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ইন্টেলেকচুয়াল প্রোপার্টি (আইপি) রাইট বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র উদ্যোগে এই কর্মশালা আয়োজন করা হয়।

কর্মশালার সমাপনীতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, প্রতিনিয়ত গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে নতুন-নতুন প্রযুক্তি, ফসলের জাত এবং পণ্য তৈরি হচ্ছে। এসব উদ্ভাবন ও চিন্তাভাবনাকে সুরক্ষা দেওয়ার জন্য আইপি রাইট সম্পর্কে সবার সচেতনতা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতার যুগে গবেষণায় উদ্ভাবিত মৌলিক চিন্তা বা প্রযুক্তির মালিকানা ও স্বত্বাধিকার নিশ্চিত করার জন্য বুদ্ধিবৃত্তিক সম্পত্তি সংক্রান্ত আইন সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা আবশ্যক।

আইকিউএসি’র পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ট্রেজারার প্রফেসর ড. এটিএম মাহবুব-ই-ইলাহী।

কর্মশালায় ‘ইন্টেলেকচুয়াল প্রোপার্টি (আইপি) রাইট’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন- শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান। তিনি আইপি রাইটের বিভিন্ন দিক, এর প্রকারভেদ, পেটেন্ট আবেদন প্রক্রিয়া, গবেষণার স্বত্ব সংরক্ষণ এবং আইনি দিকসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের বিভিন্ন পর্যায়ের ৮০ জন শিক্ষক অংশ নেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি এবং জামায়াতের সাথে আমাদের দূরত্ব হওয়ার কথাটি সত্য নয় : হাসনাত আবদুল্লাহ
নির্মাণাধীন ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের কাজ ৬ মাসের মধ্যে সম্পন্নের নির্দেশ
তানজানিয়ায় নির্বাচন ঘিরে বিক্ষোভে ‘প্রায় ৭০০ জন নিহত’: বিরোধী দল
জাপানের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে সি চিনপিংয়ের প্রথম বৈঠক
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক ‘বিশ্বাস’ গড়ে তোলা উচিত : চীনা প্রতিরক্ষামন্ত্রী
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সিলেটে বিদেশি রিভলভার ও বিস্ফোরক উদ্ধার
ঠাকুরগাঁও পৌর এলাকায় সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ শুরু 
মিরসরাইয়ে যাত্রীবেশে ১৯শ' পিস ইয়াবা পাচারকালে দুইযাত্রী গ্রেফতার
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৬ নেতাকর্মী গ্রেফতার
১০