ঠাকুরগাঁও পৌর এলাকায় সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ শুরু 

বাসস
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১৮:১৭
ঠাকুরগাঁও পৌর এলাকায় সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ শুরু। ছবি: বাসস

ঠাকুরগাঁও, ৩১ অক্টোবর ২০২৫ (বাসস) : জেলায় আজ ঠাকুরগাঁও পৌর এলাকায় ৯ দশমিক ১৫ কিলোমিটার সড়ক এবং ৭ দশমিক ২৫ কিলোমিটার ড্রেনের নির্মাণ কাজ শুরু হয়েছে। 

‘রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’ (আরইউটিডিপি) -এর আওতায় এ নির্মাণ কাজ বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০ কোটি টাকা।

আজ শুক্রবার সকালে পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সভাপতি মির্জা ফয়সল আমীন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন, প্রকল্প পরিচালক মফিজ উদ্দিন বাবলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিবুজ্জামান, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ‘আরইউটিডিপি’ প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও পৌরসভার সত্যপীর ব্রিজ থেকে গোয়ালপাড়া সুলতানের বাড়ী পর্যন্ত সড়ক এবং মির্জা পাম্পের পূর্ব দিক থেকে নারগুনগামী সড়ক ও আরসিসি ড্রেন নির্মাণ করা হবে। মোট সড়কের দৈর্ঘ্য ৯ দশমিক ১৫ কিলোমিটার এবং ড্রেনের দৈর্ঘ্য ৭ দশমিক ২৫ কিলোমিটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীতে বিএনপির পথসভা: ধানের শীষের পক্ষে ঐক্যের ডাক সাবেক এমপির
খুলনায় বিএনপি'র প্রচার মিছিল ও লিফলেট বিতরণ
সংস্কারের পক্ষে যারা থাকবে তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে : হাসনাত আবদুল্লাহ
ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : শামা ওবায়েদ
গাজা শান্তি পরিকল্পনা নিয়ে মুসলিম দেশগুলোর বৈঠক আয়োজন করবে তুরস্ক
সংবিধানবিরোধী ষড়যন্ত্র বানচাল গিনি-বিসাউ সেনাবাহিনীর, একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার
দ্রুত এক হাজার রানের রেকর্ড তানজিদ
চাঁদে অবতরণ ‘ঘটেনি’, কার্দাশিয়ানের দাবি প্রত্যাখ্যান নাসা’র
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : নির্বাচন কমিশনার
ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
১০