
ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৫ (বাসস) : চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুন বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রের উচিত পারস্পরিক বিশ্বাস গড়ে তোলা।
শুক্রবার মালয়েশিয়ায় এক সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
বেইজিং থেকে এএফপি এ খবর জানায়।
বৈঠকের পর চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ডং হেগসেথকে বেেলছেন দুই দেশের উচিত ‘বিশ্বাস বাড়ানো ও অনিশ্চয়তা দূর করা’।
তিনি আরও বলেন, ‘দুই দেশের সেনাবাহিনী কীভাবে পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে পারে, তা খুঁজে বের করতে হবে।’
দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের একদিন আগে দক্ষিণ কোরিয়ার বুসানে চীনা প্রেসিডেন্ট সি চিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠক করেন।