সাতক্ষীরা সীমান্তে স্বর্ণের বারসহ একজন আটক 

বাসস
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ২০:১৫

সাতক্ষীরা, ২৫ জুন ২০২৫ (বাসস): জেলায় আজ ভারতে পাচারের সময় ৬ পিচ স্বর্ণের বারসহ নাসরিন নাহার নামের এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে  সদর উপজেলায় ভোমরা স্থলবন্দর সীমান্তের আলীপুর নামক স্থান থেকে তাকে আটক করা হয়।

আটককৃত নাসরিন নাহার (৩০) সাতক্ষীরা জেলার সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন টাওয়ার রোড মোড় এলাকার ইমাম হোসেনের স্ত্রী।

বুধবার দুপুরে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আশরাফুল হক এ তথ্য জানান। 

বিজিবি সূত্রে জানা যায়, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি বাঁকাল চেকপোস্ট-এর হাবিলদার শাহিন আহমেদের নেতৃত্বে একটি চৌকসদল সদর উপজেলার ভোমরা সীমান্তের আলিপুর নামক স্থানে অভিযান চালান। এসময় সেখান থেকে নাসরিন নাহার নামের সন্দেহভাজন একনারীকে আটক করা হয়। এর পর তার দেহ তল্লশি চালিয়ে ৬ পিচ স্বর্ণের বারউদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ৫১৭ দশমিক ৮৫ গ্রাম। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৭৬ লাখ ৮৮ হাজার ৫৩৭ টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আশরাফুল হক জানান, আটককৃত নারীকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরসহ তার বিরুদ্ধে মামলা দায়ের এবং জব্দকৃত স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারীতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি এবং জামায়াতের সাথে আমাদের দূরত্ব হওয়ার কথাটি সত্য নয় : হাসনাত আবদুল্লাহ
নির্মাণাধীন ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের কাজ ৬ মাসের মধ্যে সম্পন্নের নির্দেশ
তানজানিয়ায় নির্বাচন ঘিরে বিক্ষোভে ‘প্রায় ৭০০ জন নিহত’: বিরোধী দল
জাপানের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে সি চিনপিংয়ের প্রথম বৈঠক
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক ‘বিশ্বাস’ গড়ে তোলা উচিত : চীনা প্রতিরক্ষামন্ত্রী
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সিলেটে বিদেশি রিভলভার ও বিস্ফোরক উদ্ধার
ঠাকুরগাঁও পৌর এলাকায় সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ শুরু 
মিরসরাইয়ে যাত্রীবেশে ১৯শ' পিস ইয়াবা পাচারকালে দুইযাত্রী গ্রেফতার
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৬ নেতাকর্মী গ্রেফতার
১০