দিনাজপুরে ক্ষুদ্র নৃ-জাতিসত্তার আনসার-ভিডিপির সদস্যদের প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

বাসস
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ২১:১৩
ছবি : বাসস

দিনাজপুর, ২৫ জুন, ২০২৫ (বাসস): বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, এই দেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। আর দেশের মূল শক্তি হচ্ছে সম্প্রীতির শক্তি। দেশে সকলের মধ্যে যে সম্প্রীতির বন্ধন অটুট রয়েছে, সেই বন্ধনকে আরো জোরালো করতে হবে।

তিনি আরো বলেন, আনসার ভিডিপির কোন সদস্যের মধ্যে যেন ঘৃণা, হিংসা, বিদ্বেষ কাজ না করে। আশা করি দিনাজপুর জেলায় যে সম্প্রীতির দৃষ্টান্ত আছে, তা আগামীতে অব্যাহত থাকবে। আগামীতে উন্নয়নকে এগিয়ে নিতে হলে এই চেতনা ধারণ করে চলতে হবে। 

মেজর জেনারেল আবদুল মোতালেব আজ বুধবার বিকেলে  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দিনাজপুর আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ১০ দিনব্যাপী ক্ষুদ্র-নৃজাতিসত্তার সদস্য আনসার-ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন ও আনসার ভিডিপি জেলা কমান্ড্যান্ট মো. নুরুজ্জামান। 

সভা শেষে প্রশিক্ষণে অংশ গ্রহণকারী বীরগঞ্জ ও বিরামপুর উপজেলার ক্ষুদ্র জাতিসত্তা সাঁওতাল সম্প্রদায়ের ১২৮ জন নারী-পুরুষকে সনদ ও পুরস্কার প্রদান করেন মহাপরিচালক। 

মহাপরিচালক এরপর দিনাজপুর আনসার ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে চলমান ৩'টি ক্যাটাগরির প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি এবং জামায়াতের সাথে আমাদের দূরত্ব হওয়ার কথাটি সত্য নয় : হাসনাত আবদুল্লাহ
নির্মাণাধীন ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের কাজ ৬ মাসের মধ্যে সম্পন্নের নির্দেশ
তানজানিয়ায় নির্বাচন ঘিরে বিক্ষোভে ‘প্রায় ৭০০ জন নিহত’: বিরোধী দল
জাপানের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে সি চিনপিংয়ের প্রথম বৈঠক
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক ‘বিশ্বাস’ গড়ে তোলা উচিত : চীনা প্রতিরক্ষামন্ত্রী
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সিলেটে বিদেশি রিভলভার ও বিস্ফোরক উদ্ধার
ঠাকুরগাঁও পৌর এলাকায় সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ শুরু 
মিরসরাইয়ে যাত্রীবেশে ১৯শ' পিস ইয়াবা পাচারকালে দুইযাত্রী গ্রেফতার
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৬ নেতাকর্মী গ্রেফতার
১০