দিনাজপুরে ক্ষুদ্র নৃ-জাতিসত্তার আনসার-ভিডিপির সদস্যদের প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

বাসস
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ২১:১৩
ছবি : বাসস

দিনাজপুর, ২৫ জুন, ২০২৫ (বাসস): বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, এই দেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। আর দেশের মূল শক্তি হচ্ছে সম্প্রীতির শক্তি। দেশে সকলের মধ্যে যে সম্প্রীতির বন্ধন অটুট রয়েছে, সেই বন্ধনকে আরো জোরালো করতে হবে।

তিনি আরো বলেন, আনসার ভিডিপির কোন সদস্যের মধ্যে যেন ঘৃণা, হিংসা, বিদ্বেষ কাজ না করে। আশা করি দিনাজপুর জেলায় যে সম্প্রীতির দৃষ্টান্ত আছে, তা আগামীতে অব্যাহত থাকবে। আগামীতে উন্নয়নকে এগিয়ে নিতে হলে এই চেতনা ধারণ করে চলতে হবে। 

মেজর জেনারেল আবদুল মোতালেব আজ বুধবার বিকেলে  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দিনাজপুর আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ১০ দিনব্যাপী ক্ষুদ্র-নৃজাতিসত্তার সদস্য আনসার-ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন ও আনসার ভিডিপি জেলা কমান্ড্যান্ট মো. নুরুজ্জামান। 

সভা শেষে প্রশিক্ষণে অংশ গ্রহণকারী বীরগঞ্জ ও বিরামপুর উপজেলার ক্ষুদ্র জাতিসত্তা সাঁওতাল সম্প্রদায়ের ১২৮ জন নারী-পুরুষকে সনদ ও পুরস্কার প্রদান করেন মহাপরিচালক। 

মহাপরিচালক এরপর দিনাজপুর আনসার ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে চলমান ৩'টি ক্যাটাগরির প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফ্লোটিলায় থাকা ইতালির ১৫ জন নাগরিক আজ দেশে ফিরবেন
ইন্দোনেশিয়ার মাদ্রাসা ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪
সেই মোতালেব আকনের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করবেন তারেক রহমান
কুমিল্লায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার 
খাগড়াছড়িতে প্রবারণা পূর্ণিমা উৎসব শুরু 
ইউক্রেনের ২৫১টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার 
দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা
এ সপ্তাহে উত্তর কোরিয়া সফর করবেন ভিয়েতনামের শীর্ষ নেতা : মন্ত্রণালয়
জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আলোচনার আহ্বান এবি পার্টির
জামায়াত আমিরের সঙ্গে কসোভো রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
১০