নাইক্ষ্যংছড়িতে ১ লাখ ইয়াবা উদ্ধার

বাসস
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ২৩:৫৫

বান্দরবান, ২৫ জুন, ২০২৫ (বাসস) : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার ভোরে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীন ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল উপজেলার সীমান্তবর্তী নোয়াপাড়া খাল এলাকায় এ অভিযান চালায়। অভিযান শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম।

এতে জানানো হয়, মিয়ানমার থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ ইয়াবা পাচার হতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির বিশেষ টহল দল ভোরে সীমান্ত এলাকায় কৌশলগত অবস্থান নেয়। কিছু সময় পর দুই ব্যক্তি দু’টি কাপড়ের ব্যাগ হাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ দু’টি তল্লাশি করে মোট ১ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

খায়রুল আলম বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবির অবস্থান জিরো টলারেন্স। সীমান্তে মাদক ও চোরাচালান রোধে প্রতিটি টহল দল সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের বড় চালান আটক আমাদের নিয়মিত নজরদারিরই ফল। বিজিবির অভিযান আগামীতেও চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি এবং জামায়াতের সাথে আমাদের দূরত্ব হওয়ার কথাটি সত্য নয় : হাসনাত আবদুল্লাহ
নির্মাণাধীন ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের কাজ ৬ মাসের মধ্যে সম্পন্নের নির্দেশ
তানজানিয়ায় নির্বাচন ঘিরে বিক্ষোভে ‘প্রায় ৭০০ জন নিহত’: বিরোধী দল
জাপানের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে সি চিনপিংয়ের প্রথম বৈঠক
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক ‘বিশ্বাস’ গড়ে তোলা উচিত : চীনা প্রতিরক্ষামন্ত্রী
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সিলেটে বিদেশি রিভলভার ও বিস্ফোরক উদ্ধার
ঠাকুরগাঁও পৌর এলাকায় সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ শুরু 
মিরসরাইয়ে যাত্রীবেশে ১৯শ' পিস ইয়াবা পাচারকালে দুইযাত্রী গ্রেফতার
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৬ নেতাকর্মী গ্রেফতার
১০