নাইক্ষ্যংছড়িতে ১ লাখ ইয়াবা উদ্ধার

বাসস
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ২৩:৫৫

বান্দরবান, ২৫ জুন, ২০২৫ (বাসস) : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার ভোরে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীন ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল উপজেলার সীমান্তবর্তী নোয়াপাড়া খাল এলাকায় এ অভিযান চালায়। অভিযান শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম।

এতে জানানো হয়, মিয়ানমার থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ ইয়াবা পাচার হতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির বিশেষ টহল দল ভোরে সীমান্ত এলাকায় কৌশলগত অবস্থান নেয়। কিছু সময় পর দুই ব্যক্তি দু’টি কাপড়ের ব্যাগ হাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ দু’টি তল্লাশি করে মোট ১ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

খায়রুল আলম বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবির অবস্থান জিরো টলারেন্স। সীমান্তে মাদক ও চোরাচালান রোধে প্রতিটি টহল দল সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের বড় চালান আটক আমাদের নিয়মিত নজরদারিরই ফল। বিজিবির অভিযান আগামীতেও চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীকাল শেরপুর জেলায় দুদকের ১৮৪তম গণশুনানি
ফেনীতে ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার
ব্রাজিলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দলের যোগদান
নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল
আওয়ামী লীগের আরও ৬ নেতা-কর্মী গ্রেফতার
শেরপুর সীমান্তে ভারতীয় মশলা জব্দ
নতুন কুঁড়ির আবেদনের সময়সীমা বৃদ্ধি
রাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু :  হাসপাতালে ভর্তি ৫৮০ জন 
ডিএসসিসিতে ভুয়া জ্বালানি খরচে কোটি টাকা আত্মসাৎ : দুদকের অভিযান
১০