যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ১৬ হাজার ৩১৭ পরীক্ষার্থী

বাসস
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১৩:৩৮
ফাইল ছবি

নড়াইল, ২৬ জুন, ২০২৫ (বাসস) : আজ থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীনে নড়াইলসহ খুলনা বিভাগের ১০ জেলায় অংশ নিচ্ছেন ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন পরীক্ষার্থী।

এর মধ্যে ছাত্র ৫৭ হাজার ৮৪৫ জন এবং ছাত্রী ৫৮ হাজার ৪৭২ জন পরীক্ষার্থী। মোট পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ২২  হাজার ৭৭ জন, মানবিক বিভাগে ৮১ হাজার ৪৭৬ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১২ হাজার ৭৬৪ জন রয়েছেন।মোট ২৪০টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর যশোর জেলার ৮ উপজেলায়  ৫০টি পরীক্ষা কেন্দ্রে ১৯ হাজার ৭৩ জন পরীক্ষার্থী রয়েছেন। নড়াইলের ১১টি কেন্দ্রে পরীক্ষার্থী রয়েছেন ৪ হাজার ৭০২ জন।খুলনার ৪৬টি কেন্দ্রে ২৩ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী, বাগেরহাটের  ২১টি কেন্দ্রে ৮ হাজার ৫৪২ জন পরীক্ষার্থী,সাতক্ষীরার ২৩টি কেন্দ্রে ১২ হাজার ১১৫ জন পরীক্ষার্থী, ঝিনাইদহের ২৭টি কেন্দ্রে ১৪ হাজার ৮৪০ জন পরীক্ষার্থী, মাগুরার ২০টি কেন্দ্রে ৬ হাজার ৪২৪ জন পরীক্ষার্থী, কুষ্টিয়ার ২৩টি কেন্দ্রে ১৫ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী, চুয়াডাঙ্গার ১২টি কেন্দ্রে ৭ হাজার ৬৩৯ জন পরীক্ষার্থী এবং  মেহেরপুর জেলার  ৭টি কেন্দ্রে ৪ হাজার ১৬৭ জন এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর  ড. আব্দুল  মতিন জানান,এইচএসসি পরীক্ষা সুষ্ঠু,শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে গ্রহণের লক্ষ্যে কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভা করে বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি ভিজিলেন্স টিমের সদস্যরা গঠন দায়িত্ব পালন করবেন।এছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা পরীক্ষার নির্ধারিত দিনে কেন্দ্রসমূহ পরিদর্শনের সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফ্লোটিলা থেকে ইসরাইলের আটককৃত গ্রিস নাগরিকরা আজ ফিরবে
পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান
খুলনায় খুঁটির সঙ্গে আঘাত লেগে ট্রেন যাত্রীর মৃত্যু
নওগাঁয় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা 
ভিন্ন দেশের ভিডিও দিয়ে গুজব ছড়ানোর অপচেষ্টা শনাক্ত : ফ্যাক্টওয়াচ
ফটিকছড়ি উপজেলা বিএনপির গণসংযোগ 
চুয়াডাঙ্গার বিএনপি নেতা মির্জা শিপলুর মৃত্যুতে মহাসচিবের শোক
শহীদ আবরার স্মরণে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মসূচি ঘোষণা
নাহিদ ইসলামের বক্তব্য বিকৃতভাবে প্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট
কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও আর্থিক সহায়তা 
১০