রংপুরে ক্লিনিকে অবহেলায় প্রসূতির মৃত্যু: ২ লাখ টাকা জরিমানা

বাসস
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১৫:১৫

রংপুর, ২৬ জুন, ২০২৫ (বাসস): রংপুরে ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে।  এ ঘটনায় স্বজনরা সেখানে বিক্ষোভ করলে পরে প্রশাসন সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, প্রসূতির মৃত্যুর অভিযোগের পর ইন্টারন্যাশনাল হাসপাতাল নামক ক্লিনিকে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ জুন) রাতে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম এ জরিমানা করেন। এ অভিযানে অংশ নেন সেনাবাহিনী, সিভিল সার্জন কার্যালয় ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কর্মকর্তারা।

রংপুর শহরের ইসলামবাগ আর কে রোড এলাকায় অবস্থিত ইন্টারন্যাশনাল হসপিটালে অভিযানে হাসপাতালটিতে নানা অনিয়ম ও চিকিৎসা ব্যবস্থাপনায় অবহেলার প্রমাণ পাওয়া যায় বলে  জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক ডা. মো. মেশকাতুল আবেদ।

তিনি বাসস’কে বলেন, হাসপাতালটিতে চিকিৎসা অবহেলায় এক প্রসূতির মৃত্যুর ঘটনার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। হাসপাতালের কাগজপত্র নবায়ন না থাকা ও অন্যান্য সমস্যার কারণে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম বলেন, হাসপাতালটির অপারেশন থিয়েটার রুমে প্রয়োজনীয় যন্ত্রপাতির ঘাটতি রয়েছে। ২০ বেডের অনুমোদন থাকলেও ৩০টি বেড রয়েছে । চিকিৎসক, নার্স ও কর্মচারীর সংকট রয়েছে। তাদেরকে সতর্ক করার পাশাপাশি সমস্যাগুলো সমাধানে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে।

জেলার সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা বলেন, রংপুরে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোর কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হচ্ছে। সমস্যা থাকলে জরিমানা ও সতর্ক করা হচ্ছে। ধারাবাহিকভাবে অবৈধ ও অনিয়মিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি এবং জামায়াতের সাথে আমাদের দূরত্ব হওয়ার কথাটি সত্য নয় : হাসনাত আবদুল্লাহ
নির্মাণাধীন ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের কাজ ৬ মাসের মধ্যে সম্পন্নের নির্দেশ
তানজানিয়ায় নির্বাচন ঘিরে বিক্ষোভে ‘প্রায় ৭০০ জন নিহত’: বিরোধী দল
জাপানের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে সি চিনপিংয়ের প্রথম বৈঠক
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক ‘বিশ্বাস’ গড়ে তোলা উচিত : চীনা প্রতিরক্ষামন্ত্রী
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সিলেটে বিদেশি রিভলভার ও বিস্ফোরক উদ্ধার
ঠাকুরগাঁও পৌর এলাকায় সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ শুরু 
মিরসরাইয়ে যাত্রীবেশে ১৯শ' পিস ইয়াবা পাচারকালে দুইযাত্রী গ্রেফতার
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৬ নেতাকর্মী গ্রেফতার
১০