রংপুরে ক্লিনিকে অবহেলায় প্রসূতির মৃত্যু: ২ লাখ টাকা জরিমানা

বাসস
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১৫:১৫

রংপুর, ২৬ জুন, ২০২৫ (বাসস): রংপুরে ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে।  এ ঘটনায় স্বজনরা সেখানে বিক্ষোভ করলে পরে প্রশাসন সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, প্রসূতির মৃত্যুর অভিযোগের পর ইন্টারন্যাশনাল হাসপাতাল নামক ক্লিনিকে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ জুন) রাতে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম এ জরিমানা করেন। এ অভিযানে অংশ নেন সেনাবাহিনী, সিভিল সার্জন কার্যালয় ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কর্মকর্তারা।

রংপুর শহরের ইসলামবাগ আর কে রোড এলাকায় অবস্থিত ইন্টারন্যাশনাল হসপিটালে অভিযানে হাসপাতালটিতে নানা অনিয়ম ও চিকিৎসা ব্যবস্থাপনায় অবহেলার প্রমাণ পাওয়া যায় বলে  জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক ডা. মো. মেশকাতুল আবেদ।

তিনি বাসস’কে বলেন, হাসপাতালটিতে চিকিৎসা অবহেলায় এক প্রসূতির মৃত্যুর ঘটনার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। হাসপাতালের কাগজপত্র নবায়ন না থাকা ও অন্যান্য সমস্যার কারণে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম বলেন, হাসপাতালটির অপারেশন থিয়েটার রুমে প্রয়োজনীয় যন্ত্রপাতির ঘাটতি রয়েছে। ২০ বেডের অনুমোদন থাকলেও ৩০টি বেড রয়েছে । চিকিৎসক, নার্স ও কর্মচারীর সংকট রয়েছে। তাদেরকে সতর্ক করার পাশাপাশি সমস্যাগুলো সমাধানে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে।

জেলার সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা বলেন, রংপুরে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোর কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হচ্ছে। সমস্যা থাকলে জরিমানা ও সতর্ক করা হচ্ছে। ধারাবাহিকভাবে অবৈধ ও অনিয়মিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীকাল শেরপুর জেলায় দুদকের ১৮৪তম গণশুনানি
ফেনীতে ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার
ব্রাজিলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দলের যোগদান
নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল
আওয়ামী লীগের আরও ৬ নেতা-কর্মী গ্রেফতার
শেরপুর সীমান্তে ভারতীয় মশলা জব্দ
নতুন কুঁড়ির আবেদনের সময়সীমা বৃদ্ধি
রাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু :  হাসপাতালে ভর্তি ৫৮০ জন 
ডিএসসিসিতে ভুয়া জ্বালানি খরচে কোটি টাকা আত্মসাৎ : দুদকের অভিযান
১০