বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার পেয়েছে ঢাবি প্রাণিবিদ্যা বিভাগ

বাসস
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১৬:২৯ আপডেট: : ২৬ জুন ২০২৫, ১৬:৫৮
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বুধবার এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় চেয়ারপার্সনের হাতে পুরস্কার তুলে দেন। ছবি : ঢাবি

ঢাকা, ২৬ জুন, ২০২৫ (বাসস) : বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং এ বিষয়ক শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগ এ বছর জাতীয় পুরস্কার লাভ করেছে। 

বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ পুরস্কার প্রদান করেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের পক্ষে বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক ড. শেফালী বেগম এই পুরস্কার গ্রহণ করেন।

এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান  এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী উপস্থিত ছিলেন।

বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চারটি ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হয়। 

‘বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার-২০২৫’ লাভ করায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগকে ২২ ক্যারেটের ২ ভরি ওজনের স্বর্ণপদক, ১ লাখ টাকার চেক ও সনদপত্র দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফ্লোটিলা থেকে ইসরাইলের আটককৃত গ্রিস নাগরিকরা আজ ফিরবে
পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান
খুলনায় খুঁটির সঙ্গে আঘাত লেগে ট্রেন যাত্রীর মৃত্যু
নওগাঁয় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা 
ভিন্ন দেশের ভিডিও দিয়ে গুজব ছড়ানোর অপচেষ্টা শনাক্ত : ফ্যাক্টওয়াচ
ফটিকছড়ি উপজেলা বিএনপির গণসংযোগ 
চুয়াডাঙ্গার বিএনপি নেতা মির্জা শিপলুর মৃত্যুতে মহাসচিবের শোক
শহীদ আবরার স্মরণে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মসূচি ঘোষণা
নাহিদ ইসলামের বক্তব্য বিকৃতভাবে প্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট
কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও আর্থিক সহায়তা 
১০