শিগগিরই দু’টি বিমান লিজ নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স: সিইও

বাসস
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১৯:০৮
বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে ‘তথ্য অধিকার আইন’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

ঢাকা, ২৬ জুন, ২০২৫ (বাসস): ক্রমবর্ধমান যাত্রী চাহিদায় বিমানের তীব্র ঘাটতি মেটাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শিগগিরই অন্তত দুইটি বিমান লিজ নেওয়ার পরিকল্পনা করছে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও  সিইও মো. সাফিকুর রহমান জানিয়েছেন, বোয়িং ও এয়ারবাসের মতো বৈশ্বিক বিমান নির্মাতারা ২০৩১ সালের আগে নতুন বিমান সরবরাহ করতে পারবে না। তাই সংস্থাটি অন্তত দুটি বিমান লিজ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে ‘তথ্য অধিকার আইন’ বিষয়ক এক কর্মশালায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সিইও মো. সাফিকুর রহমান বলেন, বোয়িং ও এয়ারবাস উভয়েই নতুন বিমান বিক্রির প্রস্তাব দিয়েছে। আমাদের টেকনো-ফাইন্যান্সিয়াল কমিটি সেই প্রস্তাব যাচাই-বাছাই করছে। তবে তারা ২০৩১ সালের আগে সরবরাহ করতে পারবে না।

তিনি বলেন, আমাদের যাত্রীদের বর্তমান চাহিদা পূরণে নতুন বিমান দরকার। এজন্য আমরা সরাসরি লিজদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছি।

বিমান সিইও আরও জানান, বিমান সংকটের কারণে এখন নতুন রুট চালু করাও সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উচ্চপর্যায়ের বিমান ক্রয় কমিটি বোয়িং ও এয়ারবাসের কাছ থেকে চওড়া ও সরু বডির বিমান ক্রয়ের নতুন প্রস্তাব যাচাই করছে।

তিনি আরও জানান, ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট পরিচালনা আর্থিকভাবে টেকসই বা লাভজনক না হওয়ায় ১ জুলাই থেকে এ রুটে ফ্লাইট স্থগিত থাকবে।

সাফিকুর রহমান জানান, জাতীয় পতাকাবাহী এই সংস্থায় অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম শুরু করা এবং কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাতে দেশে ফিরবেন মির্জা ফখরুল
জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোন বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
বিএনপি নেতা নুরুল ইসলামের স্বেচ্ছাশ্রমে নওগাঁয় ৬ কিলোমিটার রাস্তা সংস্কার
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত 
নির্বাচনে জামায়াত ৩শ’ আসনেই পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে : গোলাম পরওয়ার
ভাষাসংগ্রামী আহমদ রফিকের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার শোক 
সীতাকুণ্ডে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু 
ভাষাসংগ্রামী আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যব এর শোক
খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্ত পরিবারে জেলা প্রশাসনের সহায়তা
ঢাকা-পাবনা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরেজমিন পরিদর্শন
১০