শেখ হাসিনা, পরিবার ও আওয়ামী লীগের রাজনীতিবিদদের নামে অবকাঠামোর নাম পরিবর্তন

বাসস
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ২০:১২

ঢাকা, ২৬ জুন, ২০২৫ (বাসস): ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগের রাজনীতিবিদের নামে থাকা প্রায় এক হাজার অবকাঠামো, স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে সরকার।

আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিগত সরকারের ১৬ বছরে দেশের ৯৭৭টি অবকাঠামো এবং প্রতিষ্ঠানের নাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগের রাজনীতিবিদদের নামে প্রতিষ্ঠিত হয়েছিল। এর মধ্যে রয়েছে সেনানিবাস, বিমানঘাঁটি, নৌ-বাহিনীর জাহাজ, মেগা সেতু, সড়ক, স্থাপনা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, গবেষণাকেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান। 

ইতোমধ্যেই এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮০৮টির নাম পরিবর্তন করা হয়েছে। অবশিষ্ট ১৬৯টি প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। 

এরমধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২৪টি, প্রধান উপদেষ্টার কার্যালয়ের ৭টি, স্বাস্থ্য শিক্ষা বিভাগের ২০টি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ৪টি, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ৩টি, কৃষি মন্ত্রণালয়ের ৫টি, বাণিজ্য মন্ত্রণালয়ের ৫টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১৫টি, সেতু বিভাগের ২৫টি, রেলপথ মন্ত্রণালয়ের ৭টি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ৫৯টি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ৭টি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ৩টি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ১টি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ২টি, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ৩টি, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের ৪৯টি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ২টি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ১১টি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ৬টি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৯টি,  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ৮৪টি, আইন ও বিচার বিভাগের ১টি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ২০৫টি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ৭টি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ৮টি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ১টি, জননিরাপত্তা বিভাগের ৪টি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১টি প্রতিষ্ঠান রয়েছে, এটির নাম পরিবর্তন প্রক্রিয়াধীন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ৩১৫টির মধ্যে ১৮১টির নাম পরিবর্তন হয়েছে, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ১৫টির মধ্যে ১৩টি, জননিরাপত্তা বিভাগের ৬টির মধ্যে ২টি এবং স্থানীয় সরকার বিভাগের ৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৯টি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন হয়েছে।  বাকিগুলোর নাম পরিবর্তন প্রক্রিয়াধীন রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০