সরকারি হাইস্কুলের ওয়েবসাইট ও বেসরকারি শিক্ষক বদলির সফটওয়্যার চালু হবে আগামী মাসে 

বাসস
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ২১:৩৫

ঢাকা, ২৬ জুন, ২০২৫ (বাসস) : সরকারি হাইস্কুলের জন্য ডায়নামিক ওয়েবসাইট ও বেসরকারি শিক্ষকদের বদলির জন্য বিশেষ সফটওয়্যার জুলাই মাসে চালু হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল। 

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) দেশের বিভিন্ন সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষকদের প্রাতিষ্ঠানিক কাজে আইসিটির ব্যবহার শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। 

নায়েমের পরিচালক প্রফেসর ড. শাহ মো. আমির আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক ড. মো. আতিকুল ইসলাম পাঠান। 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘প্রত্যেকটি সরকারি হাইস্কুলের জন্য ডায়নামিক ওয়েবসাইট জুলাই মাসে চালু করা হবে। প্রধান শিক্ষকদের তা পরিচালনাসহ প্রতিষ্ঠানের সকল কার্যক্রম আইসিটি নির্ভর করতে হবে। 

তিনি বলেন, একই সাথে বেসরকারি শিক্ষকদের যাবতীয় তথ্যাদি সন্নিবেশ করার জন্য বিশেষ সফটওয়্যার চালু করা হবে। বেসরকারি শিক্ষক বদলি নীতিমালা অনুসারে সেই সফটওয়্যার থেকে তথ্যাদি গ্রহণের মাধ্যমে তাদের বদলি করা হবে। তাই সকল শিক্ষককে সময়ের চাহিদা অনুযায়ী কার্যকর তথ্য প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পরামর্শ দেন তিনি। 

নায়েম অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে তিনি সনদ বিতরণ করেন। প্রশিক্ষণে দেশের বত্রিশটি স্কুলের প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীকাল শেরপুর জেলায় দুদকের ১৮৪তম গণশুনানি
ফেনীতে ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার
ব্রাজিলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দলের যোগদান
নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল
আওয়ামী লীগের আরও ৬ নেতা-কর্মী গ্রেফতার
শেরপুর সীমান্তে ভারতীয় মশলা জব্দ
নতুন কুঁড়ির আবেদনের সময়সীমা বৃদ্ধি
রাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু :  হাসপাতালে ভর্তি ৫৮০ জন 
ডিএসসিসিতে ভুয়া জ্বালানি খরচে কোটি টাকা আত্মসাৎ : দুদকের অভিযান
১০