গণতন্ত্রের প্রতি বাংলাদেশের জনগণের নিষ্ঠার প্রশংসা করেছেন জার্মান রাষ্ট্রদূত

বাসস
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ২১:৩৮

ঢাকা ২৬ জুন, ২০২৫ (বাসস): বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক মূল্যবোধ, জাতীয় উন্নয়ন, স্বাধীনতা ও অভিন্ন সমৃদ্ধি অর্জনে তাদের সহনশীলতা এবং ত্যাগের প্রতি তাদের অবিচল নিষ্ঠার প্রশংসা করেছেন।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে বিদায়ী সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাৎকালে উপদেষ্টা বাংলাদেশ ও জার্মানির মধ্যে দীর্ঘস্থায়ী ও বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূত ট্রস্টারের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং এর চলমান সংস্কার উদ্যোগের প্রতি জার্মানির অবিচল সমর্থনের জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপক আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলিতে গঠনমূলক মতবিনিময় ছাড়াও আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে উভয় দেশের অভিন্ন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা এবং রাষ্ট্রদূত উভয়েই আস্থা প্রকাশ করেন যে, আগামী বছরগুলিতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আরও গভীর, বৈচিত্র্যময় এবং সমৃদ্ধ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাতে দেশে ফিরবেন মির্জা ফখরুল
জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোন বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
বিএনপি নেতা নুরুল ইসলামের স্বেচ্ছাশ্রমে নওগাঁয় ৬ কিলোমিটার রাস্তা সংস্কার
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত 
নির্বাচনে জামায়াত ৩শ’ আসনেই পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে : গোলাম পরওয়ার
ভাষাসংগ্রামী আহমদ রফিকের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার শোক 
সীতাকুণ্ডে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু 
ভাষাসংগ্রামী আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যব এর শোক
খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্ত পরিবারে জেলা প্রশাসনের সহায়তা
ঢাকা-পাবনা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরেজমিন পরিদর্শন
১০