চট্টগ্রামের সল্টগোলায় জ্বালানি বহনের ৪টি খালি রেল ওয়াগন লাইনচ্যুত

বাসস
প্রকাশ: ২৭ জুন ২০২৫, ১৬:২৬

ঢাকা, ২৭ জুন, ২০২৫ (বাসস): জ্বালানি তেল পরিবহনের জন্য ব্যবহৃত রেলওয়ের ৪টি খালি ওয়াগন লাইনচ্যুত হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত ১টায় চট্টগ্রাম বন্দরের কাছে সল্টগোলা এমপিবি গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর শুক্রবার সকাল থেকে লাইনচ্যুত ওয়াগনগুলো উদ্ধারের জন্য প্রক্রিয়া শুরু হয়। বিকেলে রেললাইন সচল করা হয়েছে।

নিউমুরিং স্টেশনের স্টেশনমাস্টার মোহাম্মদ আলাউদ্দিন জানান, রাতে জ্বালানি তেল বহনের জন্য খালি ট্যাংক ওয়াগনগুলো নিয়ে যাওয়া হচ্ছিল তেল ভরার জন্য। ওয়াগনগুলো তেল ভরার পর সেগুলো দুপুরের পর চট্টগ্রামের হাটহাজারী ও দোহাজারী, সিলেট ও রংপুর পাঠানোর উদ্দেশ্যে গন্তব্যে রওয়ানা হবার কথা ছিল।

রেলওয়ের এক কর্মকর্তা জানান, জ্বালানি তেল বহনে ব্যবহৃত ট্যাংক ওয়াগনগুলো খালি ছিল। ফলে বড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। এই ওয়াগনগুলো তেল নেওয়ার জন্য নগরের চিটাগং গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে নগরের নিউমুরিং এলাকার তেল কারখানাগুলোতে যাচ্ছিল। যাওয়ার পথে সল্টগোলার এমবিপি গেট এলাকায় ওয়াগন চারটি লাইনচ্যুত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তৃণমূল পর্যায়ে অর্থনীতির প্রবাহ সৃষ্টি করতে হবে : আমির খসরু মাহমুদ চৌধুরী
জলবায়ু অর্থায়ন কোনো দরকষাকষির বিষয় নয়, টিকে থাকার প্রশ্ন : ফরিদা আখতার
ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির দুইদিনের কর্মসূচি
‘জনগণের ঐক্য ও সাংস্কৃতিক বিপ্লবের আকাঙ্ক্ষা’ বইয়ের পাঠ উন্মোচন
চট্টগ্রাম সমিতি-ঢাকা'র দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ড. চৌধুরী মাহমুদ ও সম্পাদক মোজাম্মেল 
‘চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীতকরণের প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই’
ভোটারদের কাছে বিনয়ের সাথে ভোট চাইতে হবে : ডা. জাহিদ
আজ ছিল ভয়াল সিডর দিবস 
বৈশ্বিক ইন্টারনেট স্বাধীনতার সূচকে ভারতের কাছাকাছি বাংলাদেশ
বিভিন্ন প্ল্যাটফর্মে নারীর অংশগ্রহণ বেড়েছে : তথ্য উপদেষ্টা
১০