চট্টগ্রামের সল্টগোলায় জ্বালানি বহনের ৪টি খালি রেল ওয়াগন লাইনচ্যুত

বাসস
প্রকাশ: ২৭ জুন ২০২৫, ১৬:২৬

ঢাকা, ২৭ জুন, ২০২৫ (বাসস): জ্বালানি তেল পরিবহনের জন্য ব্যবহৃত রেলওয়ের ৪টি খালি ওয়াগন লাইনচ্যুত হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত ১টায় চট্টগ্রাম বন্দরের কাছে সল্টগোলা এমপিবি গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর শুক্রবার সকাল থেকে লাইনচ্যুত ওয়াগনগুলো উদ্ধারের জন্য প্রক্রিয়া শুরু হয়। বিকেলে রেললাইন সচল করা হয়েছে।

নিউমুরিং স্টেশনের স্টেশনমাস্টার মোহাম্মদ আলাউদ্দিন জানান, রাতে জ্বালানি তেল বহনের জন্য খালি ট্যাংক ওয়াগনগুলো নিয়ে যাওয়া হচ্ছিল তেল ভরার জন্য। ওয়াগনগুলো তেল ভরার পর সেগুলো দুপুরের পর চট্টগ্রামের হাটহাজারী ও দোহাজারী, সিলেট ও রংপুর পাঠানোর উদ্দেশ্যে গন্তব্যে রওয়ানা হবার কথা ছিল।

রেলওয়ের এক কর্মকর্তা জানান, জ্বালানি তেল বহনে ব্যবহৃত ট্যাংক ওয়াগনগুলো খালি ছিল। ফলে বড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। এই ওয়াগনগুলো তেল নেওয়ার জন্য নগরের চিটাগং গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে নগরের নিউমুরিং এলাকার তেল কারখানাগুলোতে যাচ্ছিল। যাওয়ার পথে সল্টগোলার এমবিপি গেট এলাকায় ওয়াগন চারটি লাইনচ্যুত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন ব্রাজিলের লুলা
যুদ্ধবিরতির পরও গাজায় দুর্ভিক্ষ কমেনি : ডব্লিওএইচও
ভোটকেন্দ্রে আনসার সদস্যরা প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করবে : মহাপরিচালক
যৌথ বাহিনীর অভিযানে ১৬-২৩ অক্টোবর পর্যন্ত সারাদেশে আটক ১৫১
ন্যাশনাল ব্যাংকের সাবেক কর্মকর্তা ও ব্যবসায়ীসহ ১২ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সেন্টমার্টিনে অসহায় জেলে পরিবারের পাশে তারেক রহমান
নরসিংদীর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে প্রশিক্ষণ কর্মশালা
অভুক্ত ও অসুস্থ ঘোড়ার পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
চাকসু, হল ও হোস্টেল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ
বাংলাদেশ জলবায়ু সংকটকে অর্থনৈতিক সুযোগে রূপ দিতে পারে: ডেনিশ রাষ্ট্রদূত
১০