রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন আটক

বাসস
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১১:০১
ছবি: বাসস

রাজশাহী, ২৮ জুন, ২০২৫ (বাসস) : জেলার তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলা পরিষদের সদস্য মাইনুল ইসলাম স্বপন (৫২) কে আটক করেছে পুলিশ।

তিনি তানোর উপজেলার কলমা ইউনিয়নের চোরখৈর গ্রামের মহির মন্ডলের ছেলে।

শুক্রবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে রাজশাহীর প্রাণকেন্দ্র সাহেব বাজার জিরো পয়েন্টের বড় মসজিদ সংলগ্ন আবাসিক হোটেল মুন থেকে স্থানীয়রা তাকে আটক করে বোয়ালিয়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। 

হোটেলটির মালিক আরেক আওয়ামী লীগ নেতার ভাই।

স্বপনের বিরুদ্ধে তানোর থানায় ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একটি মামলা রয়েছে। 

অস্ত্র নিয়ে জমায়েত হওয়ার আহ্বান জানিয়ে ভাইরাল হয়েছিলেন তিনি। তার নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা হয়েছে বলেও স্থানীয়রা জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরেই আবাসিক হোটেল মুনে আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগ নেতা স্বপন। 

শুক্রবার রাতে স্থানীয় জনতা সেটি জানতে পেরে, লোকজন নিয়ে হোটেলে উঠে তাকে আটক করে। এ সময় তার স্ত্রীও সঙ্গে ছিলেন। পরে তারা বোয়ালিয়া মডেল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে, তাকে আটক করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী একজন নাম না প্রকাশ করার শর্তে বলেন, আগে থেকেই আওয়ামী লীগের এই নেতা হোটেলে অবস্থান করছিলেন বলে জানা গিয়েছিল। কিন্তু তাকে হাতেনাতে ধরা যাচ্ছিলো না। 

শুক্রবার তাকে আটক করে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বাসস’কে বলেন, মাইনুল ইসলাম স্বপনের নামে তানোর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ১টি মামলা রয়েছে। 

তানোর থানার মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
কুমিল্লায় ১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
গণভোট সংসদ নির্বাচনের পর হতে পারে : আহমেদ আজম খান
ইকুইটি সিকিউরিটিজ বিধি-২০২৫ খসড়া প্রকাশ: দুই সপ্তাহের মধ্যে মতামত দেয়ার আহ্বান
আগামী ১ নভেম্বর উদ্যাপিত হবে ৫৪তম জাতীয় সমবায় দিবস
যুক্তিবোধে উজ্জীবিত তরুন প্রজন্ম নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশ : চসিক মেয়র
প্রশিক্ষিত আনসার সদস্যরা স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখছেন: ডিজি
নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময়সীমা বাড়ালো এনবিআর
১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
১০