রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন আটক

বাসস
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১১:০১
ছবি: বাসস

রাজশাহী, ২৮ জুন, ২০২৫ (বাসস) : জেলার তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলা পরিষদের সদস্য মাইনুল ইসলাম স্বপন (৫২) কে আটক করেছে পুলিশ।

তিনি তানোর উপজেলার কলমা ইউনিয়নের চোরখৈর গ্রামের মহির মন্ডলের ছেলে।

শুক্রবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে রাজশাহীর প্রাণকেন্দ্র সাহেব বাজার জিরো পয়েন্টের বড় মসজিদ সংলগ্ন আবাসিক হোটেল মুন থেকে স্থানীয়রা তাকে আটক করে বোয়ালিয়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। 

হোটেলটির মালিক আরেক আওয়ামী লীগ নেতার ভাই।

স্বপনের বিরুদ্ধে তানোর থানায় ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একটি মামলা রয়েছে। 

অস্ত্র নিয়ে জমায়েত হওয়ার আহ্বান জানিয়ে ভাইরাল হয়েছিলেন তিনি। তার নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা হয়েছে বলেও স্থানীয়রা জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরেই আবাসিক হোটেল মুনে আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগ নেতা স্বপন। 

শুক্রবার রাতে স্থানীয় জনতা সেটি জানতে পেরে, লোকজন নিয়ে হোটেলে উঠে তাকে আটক করে। এ সময় তার স্ত্রীও সঙ্গে ছিলেন। পরে তারা বোয়ালিয়া মডেল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে, তাকে আটক করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী একজন নাম না প্রকাশ করার শর্তে বলেন, আগে থেকেই আওয়ামী লীগের এই নেতা হোটেলে অবস্থান করছিলেন বলে জানা গিয়েছিল। কিন্তু তাকে হাতেনাতে ধরা যাচ্ছিলো না। 

শুক্রবার তাকে আটক করে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বাসস’কে বলেন, মাইনুল ইসলাম স্বপনের নামে তানোর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ১টি মামলা রয়েছে। 

তানোর থানার মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানকে ৮৮ রানে হারিয়েছে ভারত
ঢাকা মহানগরীতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫হাজার ৫৫৮টি মামলা নিষ্পত্তি
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
পটুয়াখালীর বাউফলে মা ইলিশ রক্ষায় দিনভর অভিযান
কঠিন চীবর দানোৎসব উপলক্ষে ধর্ম উপদেষ্টার শুভেচ্ছা 
পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান
তিস্তা নদীতে রেড অ্যালার্ট : বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে পানি
শেখ হাসিনাকে ফেরত দেয়া ছাড়া ভারত প্রত্যাশিত আচরণ পাবে না : সারজিস আলম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত ঘোষণা
বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
১০