খুলনায় প্রাইভেটকারের ধাক্কায় চা দোকানি নিহত

বাসস
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১১:৪৩

খুলনা, ২৮ জুন ২০২৫ (বাসস): জেলার রূপসা সেতুর টোল প্লাজার সামনে প্রাইভেট কারের ধাক্কায় আল মামুন (৪৭) নামের এক পথচারী নিহত হয়েছেন। গতরাত পৌনে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল মামুন জাবুসা এলাকার আব্দুল মালেকের পুত্র। তিনি টোল প্লাজা সংলগ্ন এলাকায় চা বিক্রি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রূপসা সেতুর টোল প্লাজা সংলগ্ন চায়ের দোকানদার আল মামুন রাস্তা পার হওয়ার সময় প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

অপরদিকে মামুনকে চাপা দিয়ে প্রাইভেট কারটি খুলনা শহর অভিমুখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু স্থানীয় জনতা মোটরসাইকেল নিয়ে লবণচরা থানাধীন সাচিবুনিয়া পেট্রোল পাম্পের কাছে গিয়ে প্রাইভেট কারের গতি রোধ করে চালকসহ গাড়িটি আটক করে পুলিশে সোপর্দ করে।

রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান  জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। চালকসহ গাড়িটি বর্তমানে লবণচরা থানায় আটক রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
কুমিল্লায় ১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
গণভোট সংসদ নির্বাচনের পর হতে পারে : আহমেদ আজম খান
ইকুইটি সিকিউরিটিজ বিধি-২০২৫ খসড়া প্রকাশ: দুই সপ্তাহের মধ্যে মতামত দেয়ার আহ্বান
আগামী ১ নভেম্বর উদ্যাপিত হবে ৫৪তম জাতীয় সমবায় দিবস
যুক্তিবোধে উজ্জীবিত তরুন প্রজন্ম নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশ : চসিক মেয়র
প্রশিক্ষিত আনসার সদস্যরা স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখছেন: ডিজি
নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময়সীমা বাড়ালো এনবিআর
১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
১০