খুলনায় প্রাইভেটকারের ধাক্কায় চা দোকানি নিহত

বাসস
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১১:৪৩

খুলনা, ২৮ জুন ২০২৫ (বাসস): জেলার রূপসা সেতুর টোল প্লাজার সামনে প্রাইভেট কারের ধাক্কায় আল মামুন (৪৭) নামের এক পথচারী নিহত হয়েছেন। গতরাত পৌনে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল মামুন জাবুসা এলাকার আব্দুল মালেকের পুত্র। তিনি টোল প্লাজা সংলগ্ন এলাকায় চা বিক্রি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রূপসা সেতুর টোল প্লাজা সংলগ্ন চায়ের দোকানদার আল মামুন রাস্তা পার হওয়ার সময় প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

অপরদিকে মামুনকে চাপা দিয়ে প্রাইভেট কারটি খুলনা শহর অভিমুখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু স্থানীয় জনতা মোটরসাইকেল নিয়ে লবণচরা থানাধীন সাচিবুনিয়া পেট্রোল পাম্পের কাছে গিয়ে প্রাইভেট কারের গতি রোধ করে চালকসহ গাড়িটি আটক করে পুলিশে সোপর্দ করে।

রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান  জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। চালকসহ গাড়িটি বর্তমানে লবণচরা থানায় আটক রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে চার হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
রাজবাড়ীর ‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
চট্টগ্রামে জশনে জুলুসে জনস্রোত, উৎসবমূখর নগরী
আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার
কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান : কালো ধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়
সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
সুনামগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
১০