ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১৪

বাসস
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১২:৪৬
ছবি : বাসস

মুন্সীগঞ্জ, ২৮ জুন ২০২৫ (বাসস) : ঢাকা-মাওয়া-ভাঙা এক্সপ্রেসওয়েতে  যাত্রীবাহী বাস এবং মিনি ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন মো. জিল্লুর রহমান ( ৬৫), ডা. জালাল ( ৬৫), ডা. আব্দুল হালিম (৫৫) এবং হাসিব (৩২)।

আজ শনিবার ভোর সাড়ে ৩ টায়  ঢাকা - মাওয়া - ভাঙা এক্সপ্রেসওয়েতে  শ্রীনগর উপজেলার হাসাড়া থানার বিপরীতে লন্ডন স্কুলের পাশে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা  ঘটে।

হাসাড়া হাইওয়ে পুলিশ জানায়, যশোরের নওয়াপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা হামদান এক্সপ্রেস পরিবহণের একটি যাত্রীবাহী বাস ( নং ঢাকা মেট্রো ব ১২-৪২৯৬ ) সামনে থাকা একটি চলন্ত মিনি ট্রাককে  ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের  যাত্রী  যশোর সদরের মৃত বজলুর রহমানের পুত্র জিল্লুর রহমান এবং ইনসান আলীর পুত্র ডা. জালাল নিহত হন। গুরুতর  আহত অবস্থায় ১৬ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হলে  সেখানে আরো ২ জন  মারা যায় । এরা হলেন যশোর সদরের ডা. আব্দুল হালিম এবং বাসের হেলপার হাসিব ( ৩২)। বাসটি যশোরের নোয়াপাড়া থেকে ঢাকায় যাচ্ছিল।

শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ঘটনাস্থল থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয় এবং আহতদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

হাসাড়া হাইওয়ে পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, যাত্রীবাহী বাস ও মিনি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে মো. জিল্লুর রহমান এবং  ডা. জালাল নিহত হন। আহতদের ঢাকা মেডিকেলে নেবার পর সেখানে ডা. আব্দুল হালিম এবং হাসিব মারা যায়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বাস এবং ট্রাক আটক করা হয়েছে। উভয় চালক পলাতক রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সম্মেলন
সবচেয়ে বেশী ম্যাচ খেলা শিল্টনের রেকর্ড স্পর্শ করলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও
৮০ কোটি টাকা আত্মসাৎ, এস আলমসহ ২০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বার্সেলোনার সাথে পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করলেন কুন্ডে
সাক্ষীর জবানবন্দি : আমি আইসিইউতে ঢুকে রোগীদের মুখ দেখে ছেলেকে খুঁজেছি
এক বছরে বিচারবিভাগে অনেক অর্জন হয়েছে : প্রধান বিচারপতি 
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরিয়ান সাংস্কৃতিক দিবস উদযাপিত
রাশিয়ার সঙ্গে ‘বড় অগ্রগতি’ অর্জনের কথা জানালেন ট্রাম্প
চীনের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় ৯ জনের প্রাণহানি, নিখোঁজ ৩
১০