বাগেরহাটের ২৬ শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে ৩৬ কোটি টাকা বরাদ্দ

বাসস
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১৪:১৩

বাগেরহাট, ২৮ জুন ২০২৫ (বাসস) : জেলার ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাকাডেমিক ভবন নির্মাণ ও সম্প্রসারণের জন্য ৩৬ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। ২০২৪-২৫ অর্থবছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অনুকূলে পরিচালন বাজেট থেকে এ বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

এসব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা ও কারিগরি কলেজ। প্রতিষ্ঠানভেদে ১ কোটি ২৫ লাখ টাকা থেকে শুরু করে ১ কোটি ৪৫ লাখ টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়েছে।

বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোতে ভবন নির্মাণ ও সম্প্রসারণ কাজ বাস্তবায়ন করবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জেলার শিক্ষা অবকাঠামোর উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আরও সহায়ক পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

বাগেরহাটের বিশিষ্ট শিক্ষাবিদ আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক উচ্ছ্বসিত আনন্দ প্রকাশ করে বাসসকে বলেন, একসাথে এতোগুলো শিক্ষা প্রতিষ্ঠানে এতো টাকা বরাদ্দ দেয়ার ঘটনা বাগেরহাটে এই প্রথম। এর মাধ্যমে বাগেরহাটের শিক্ষা ক্ষেত্রে নতুন উদ্যম সৃষ্টি হবে বলে আশা করি। 
‎‎
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. নাফিজ আক্তার বাসসকে বলেন, অফিসিয়াল আদেশ পত্র আমাদের হাতে এসেছে। নির্মাণ কাজ শুরুর জন্য খুব শীঘ্রই দরপত্র আহ্বান করা হবে।

সাবেক সচিব ডক্টর ফরিদুল ইসলাম বাবলু বাসসকে বলেন, শিক্ষায় অনগ্রসর বাগেরহাট নানা দিক থেকেই অনেক পিছিয়ে। তাই সরকার বিশেষ বিবেচনা করে বাগেরহাট জেলার ২৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণের জন্য ৩৬ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এতে পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর জন্য পড়ালেখার সুযোগ তৈরি হবে। পাশাপাশি শিক্ষার প্রতি আগ্রহও বাড়বে। শিক্ষিত যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বাগেরহাটের সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে।  

উল্লেখ্য, ড. মো. ফরিদুল ইসলাম বাবলু জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন বরাদ্দের জন্য দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে যোগাযোগ করছিলেন। তার ঐকান্তিক চেষ্টা ও জেলা প্রশাসনের সহায়তায় এ অর্থ অনুমোদন সম্ভব হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সম্মেলন
সবচেয়ে বেশী ম্যাচ খেলা শিল্টনের রেকর্ড স্পর্শ করলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও
৮০ কোটি টাকা আত্মসাৎ, এস আলমসহ ২০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বার্সেলোনার সাথে পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করলেন কুন্ডে
সাক্ষীর জবানবন্দি : আমি আইসিইউতে ঢুকে রোগীদের মুখ দেখে ছেলেকে খুঁজেছি
এক বছরে বিচারবিভাগে অনেক অর্জন হয়েছে : প্রধান বিচারপতি 
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরিয়ান সাংস্কৃতিক দিবস উদযাপিত
রাশিয়ার সঙ্গে ‘বড় অগ্রগতি’ অর্জনের কথা জানালেন ট্রাম্প
চীনের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় ৯ জনের প্রাণহানি, নিখোঁজ ৩
১০