সিলেটে সাড়ে সাত কোটি টাকার চোরাই পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১৮:১৮
সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সাড়ে সাত কোটি টাকার চোরাই পণ্য জব্দ। ছবি : বাসস

সিলেট, ২৮ জুন, ২০২৫ (বাসস) : সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সাড়ে সাত কোটি টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়েছে। 

আজ শনিবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন সদরে (৪৮ বিজিবি) প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানান বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

তিনি জানান, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের অধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা তামাবিল, সংগ্রাম, দমদমিয়া, বিছনাকান্দি, উৎমা, বাংলাবাজার, সোনালীচেলা, পান্থুমাই, মিনাটিলা, শ্রীপুর বিওপি সংলগ্ন এলাকায়  অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, ক্লপ জি ক্রিম, গরু, সুপারি, কম্বল, চকলেট, আইবল ক্যান্ডি, জুস, মদ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করা হয়।

একই সময়ে ব্যাটালিয়ন সদরের একটি টহলদল বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে টাস্কফোর্সের অংশ হিসেবে তামাবিল-সিলেট মহাসড়কের হরিপুর এলাকার ফতেপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী এবং কসমেটিকস সামগ্রী আটক করে। সীমান্তবর্তী রাধানগর ও জাফলং এলাকার বিভিন্ন গোডাউন থেকে ট্রাকে করে এ সব পণ্য নিয়ে যাওয়া হচ্ছিল।

জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য সাড়ে সাত কোটি টাকা বলে জানায় বিজিবি।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু
রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সম্মেলন
সবচেয়ে বেশী ম্যাচ খেলা শিল্টনের রেকর্ড স্পর্শ করলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও
৮০ কোটি টাকা আত্মসাৎ, এস আলমসহ ২০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বার্সেলোনার সাথে পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করলেন কুন্ডে
সাক্ষীর জবানবন্দি : আমি আইসিইউতে ঢুকে রোগীদের মুখ দেখে ছেলেকে খুঁজেছি
এক বছরে বিচারবিভাগে অনেক অর্জন হয়েছে : প্রধান বিচারপতি 
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরিয়ান সাংস্কৃতিক দিবস উদযাপিত
রাশিয়ার সঙ্গে ‘বড় অগ্রগতি’ অর্জনের কথা জানালেন ট্রাম্প
১০