সিলেটে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি

বাসস
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১৮:২৩

সিলেট, ২৮ জুন, ২০২৫ (বাসস): জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি বলে জানেিয়ছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. আনিসুর রহমান। 

তিনি জানান- গত বৃহস্পতিবার সন্ধ্যায় ৬৯ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। সিলেটে প্রথম কোনো ব্যক্তি কোভিড আক্রান্ত হয়ে মারা গেলেন।

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান জানান, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধ মারা যান। তার বাড়ি সিলেট সদর উপজেলায়। ১৯ জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনা ছাড়া তিনি জটিল রোগে ভুগছিলেন। 

স্বাস্থ্য বিভাগের পাঠানো প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২২ জনের নমুনা পরীক্ষা করা হলেও কারও শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি। এ নিয়ে এখন পর্যন্ত সিলেটে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জন। এই সময়ে করোনা পরীক্ষার জন্য ২৯৮টি নমুনা সংগ্রহ করা হয়।

আক্রান্তদের মধ্যে আটজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তিনজন, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে একজন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন, আল হারামাইন হাসপাতালে একজন এবং ইবনে সিনা হাসপাতাল দুইজন ভর্তি রয়েছেন।

এদিকে, একই সময়ে সিলেটে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও তিনজন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ২৮ জুন পর্যন্ত সিলেট জেলায় মোট ৩৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ষড়যন্ত্রকারীরা থেমে নাই: রুমিন ফারহানা
সংস্কার ও বিচারের সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণার আহ্বান হাসনাত আবদুল্লাহর
২০২৫-২৬ অর্থবছরের জন্য জাবির ৩২৩ কোটি টাকার বাজেট অনুমোদন
আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার অস্তিত্ব নেই : সালাহউদ্দিন 
আগামী নির্বাচনে এবি পার্টি রাষ্ট্র সংস্কারকে ভোটারদের কাছে প্রধান বিবেচ্য ইস্যু বানাবে : মজিবুর রহমান মঞ্জু
ই-অরেঞ্জের সিইও যুবলীগ নেতা আমান উল্যাহ রিমান্ডে
রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে সুদানে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর
ভোটের আনুপাতিক হারে সংসদে প্রতিনিধিত্ব চায় ইসলামী আন্দোলন
নির্যাতিতদের মূল্যায়ন করতে হবে : বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম
এশিয়া কাপে অংশ নিচ্ছে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৮ পুরুষ ও মহিলা হকি দল
১০