সিলেটে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি

বাসস
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১৮:২৩

সিলেট, ২৮ জুন, ২০২৫ (বাসস): জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি বলে জানেিয়ছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. আনিসুর রহমান। 

তিনি জানান- গত বৃহস্পতিবার সন্ধ্যায় ৬৯ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। সিলেটে প্রথম কোনো ব্যক্তি কোভিড আক্রান্ত হয়ে মারা গেলেন।

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান জানান, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধ মারা যান। তার বাড়ি সিলেট সদর উপজেলায়। ১৯ জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনা ছাড়া তিনি জটিল রোগে ভুগছিলেন। 

স্বাস্থ্য বিভাগের পাঠানো প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২২ জনের নমুনা পরীক্ষা করা হলেও কারও শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি। এ নিয়ে এখন পর্যন্ত সিলেটে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জন। এই সময়ে করোনা পরীক্ষার জন্য ২৯৮টি নমুনা সংগ্রহ করা হয়।

আক্রান্তদের মধ্যে আটজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তিনজন, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে একজন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন, আল হারামাইন হাসপাতালে একজন এবং ইবনে সিনা হাসপাতাল দুইজন ভর্তি রয়েছেন।

এদিকে, একই সময়ে সিলেটে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও তিনজন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ২৮ জুন পর্যন্ত সিলেট জেলায় মোট ৩৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক সংসদ সদস্য রোকেয়া আনসারীর দাফন সম্পন্ন
ঢাকা-চট্টগ্রাম পেট্রোলিয়াম পাইপলাইন উদ্বোধন আগামীকাল
খালেদা জিয়ার জন্মদিনে ফেনীতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
১০