সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন সামগ্রী জব্দ 

বাসস
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ২০:১৭
সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন সামগ্রী জব্দ । ছবি : বাসস

সাতক্ষীরা, ২৮ জুন ২০২৫ (বাসস): জেলায় আজ সদর ও কলারোয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার তলুইগাছা, কাকাডাঙ্গা, মাদরা ও চান্দুড়িয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল নটিজঙ্গল মাঠ নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। এছাড়া, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির পৃথক তিনটি বিশেষ আভিযানিক দল গেড়াখালী ও কেড়াগাছি নামক স্থান ভারতীয় শাড়ি ও ওষুধ, মাদরা বিওপি’র পৃথক দুটি বিশেষ আভিযানিক দল রাজুপুর ও ভাদিয়ালী নামক স্থান হতে ভারতীয় ওষুধ ও শাড়ি এবং চান্দুড়িয়া বিওপি’র বিশেষ আভিযানিক দল কাঁদপুর নামক স্থান হতে ভারতীয় শাড়ি জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক সাতলাখ ২০ হাজার টাকা। 

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় ওনসব সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে চার হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
রাজবাড়ীর ‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
চট্টগ্রামে জশনে জুলুসে জনস্রোত, উৎসবমূখর নগরী
আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার
কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান : কালো ধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়
সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
সুনামগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
১০