বাকৃবিতে পিজিডি-ইন আইসিটি প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণ

বাসস
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ২০:৩৪
বাকৃবি কমিউনিটি সেন্টারে আজ দুপুরে এই সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি : বাসস

ময়মনসিংহ, ২৮ জুন, ২০২৫ (বাসস): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পিজিডি-ইন আইসিটি প্রোগ্রামের ১৮তম ও ১৯তম ব্যাচের উত্তীর্ণদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।

বাকৃবি কমিউনিটি সেন্টারে আজ দুপুরে এই সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাকৃবির কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের কম্পিউটার সায়েন্স এন্ড ম্যাথম্যাটিক্স বিভাগের তত্ত্বাবধানে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইনফরমেশন এন্ড কমিউনিকেশন  টেকনোলজি (পিজিডি ইন আইসিটি) প্রোগ্রামের ১৮তম ও ১৯তম ব্যাচের উত্তীর্ণদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

পিজিডি ইন আইসিটি প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. মো. রাকিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূইঁয়া। 

বিশেষ অতিথি ছিলেন- ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক  ড. মো. শহীদুল হক, কৃষি প্রকৌশল ও কারিগরী অনুষদে ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আবদুল মজিদ এবং কম্পিউটার সায়েন্স এন্ড ম্যাথম্যাটিক্স বিভাগের প্রধান অধ্যাপক মুহাম্মদ মোস্তাগীজ বিল্লাহ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. মেজবাহ উদ্দিন ও এমডি. সাইফুদ্দিন এবং সার্টিফিকেট প্রাপ্তদের মধ্য থেকে অভিব্যক্তি প্রকাশ করেন- মো. সুলতান উদ্দিন ও ফুয়াদ প্রমুখ।

ড. ফজলুল হক বলেন, এই প্রশিক্ষণ আপনাদের জীবনের প্রতিটি স্তরে কাজে লাগবে। আগে কম্পিউটারের এত বহুল ব্যবহার ছিলনা, এখন প্রায় সব ক্ষেত্রেই এর ব্যবহার হচ্ছে। তাই সময় এবং টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। 

এই প্রশিক্ষণ কোর্স পরিচালনা করতে গিয়ে একাডেমিক কার্যক্রমে যেন কোন সমস্যা না নয়, সে জন্য তিনি শিক্ষকদের সতর্ক থাকার আহবান জানান। 

পরে ভাইস-চ্যান্সেলর ১৮তম এবং ১৯তম ব্যচের প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানকে ৮৮ রানে হারিয়েছে ভারত
ঢাকা মহানগরীতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫হাজার ৫৫৮টি মামলা নিষ্পত্তি
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
পটুয়াখালীর বাউফলে মা ইলিশ রক্ষায় দিনভর অভিযান
কঠিন চীবর দানোৎসব উপলক্ষে ধর্ম উপদেষ্টার শুভেচ্ছা 
পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান
তিস্তা নদীতে রেড অ্যালার্ট : বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে পানি
শেখ হাসিনাকে ফেরত দেয়া ছাড়া ভারত প্রত্যাশিত আচরণ পাবে না : সারজিস আলম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত ঘোষণা
বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
১০