বাকৃবিতে পিজিডি-ইন আইসিটি প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণ

বাসস
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ২০:৩৪
বাকৃবি কমিউনিটি সেন্টারে আজ দুপুরে এই সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি : বাসস

ময়মনসিংহ, ২৮ জুন, ২০২৫ (বাসস): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পিজিডি-ইন আইসিটি প্রোগ্রামের ১৮তম ও ১৯তম ব্যাচের উত্তীর্ণদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।

বাকৃবি কমিউনিটি সেন্টারে আজ দুপুরে এই সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাকৃবির কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের কম্পিউটার সায়েন্স এন্ড ম্যাথম্যাটিক্স বিভাগের তত্ত্বাবধানে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইনফরমেশন এন্ড কমিউনিকেশন  টেকনোলজি (পিজিডি ইন আইসিটি) প্রোগ্রামের ১৮তম ও ১৯তম ব্যাচের উত্তীর্ণদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

পিজিডি ইন আইসিটি প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. মো. রাকিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূইঁয়া। 

বিশেষ অতিথি ছিলেন- ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক  ড. মো. শহীদুল হক, কৃষি প্রকৌশল ও কারিগরী অনুষদে ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আবদুল মজিদ এবং কম্পিউটার সায়েন্স এন্ড ম্যাথম্যাটিক্স বিভাগের প্রধান অধ্যাপক মুহাম্মদ মোস্তাগীজ বিল্লাহ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. মেজবাহ উদ্দিন ও এমডি. সাইফুদ্দিন এবং সার্টিফিকেট প্রাপ্তদের মধ্য থেকে অভিব্যক্তি প্রকাশ করেন- মো. সুলতান উদ্দিন ও ফুয়াদ প্রমুখ।

ড. ফজলুল হক বলেন, এই প্রশিক্ষণ আপনাদের জীবনের প্রতিটি স্তরে কাজে লাগবে। আগে কম্পিউটারের এত বহুল ব্যবহার ছিলনা, এখন প্রায় সব ক্ষেত্রেই এর ব্যবহার হচ্ছে। তাই সময় এবং টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। 

এই প্রশিক্ষণ কোর্স পরিচালনা করতে গিয়ে একাডেমিক কার্যক্রমে যেন কোন সমস্যা না নয়, সে জন্য তিনি শিক্ষকদের সতর্ক থাকার আহবান জানান। 

পরে ভাইস-চ্যান্সেলর ১৮তম এবং ১৯তম ব্যচের প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে চার হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
রাজবাড়ীর ‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
চট্টগ্রামে জশনে জুলুসে জনস্রোত, উৎসবমূখর নগরী
আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার
কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান : কালো ধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়
সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
সুনামগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
১০