বাকৃবিতে পিজিডি-ইন আইসিটি প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণ

বাসস
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ২০:৩৪
বাকৃবি কমিউনিটি সেন্টারে আজ দুপুরে এই সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি : বাসস

ময়মনসিংহ, ২৮ জুন, ২০২৫ (বাসস): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পিজিডি-ইন আইসিটি প্রোগ্রামের ১৮তম ও ১৯তম ব্যাচের উত্তীর্ণদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।

বাকৃবি কমিউনিটি সেন্টারে আজ দুপুরে এই সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাকৃবির কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের কম্পিউটার সায়েন্স এন্ড ম্যাথম্যাটিক্স বিভাগের তত্ত্বাবধানে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইনফরমেশন এন্ড কমিউনিকেশন  টেকনোলজি (পিজিডি ইন আইসিটি) প্রোগ্রামের ১৮তম ও ১৯তম ব্যাচের উত্তীর্ণদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

পিজিডি ইন আইসিটি প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. মো. রাকিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূইঁয়া। 

বিশেষ অতিথি ছিলেন- ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক  ড. মো. শহীদুল হক, কৃষি প্রকৌশল ও কারিগরী অনুষদে ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আবদুল মজিদ এবং কম্পিউটার সায়েন্স এন্ড ম্যাথম্যাটিক্স বিভাগের প্রধান অধ্যাপক মুহাম্মদ মোস্তাগীজ বিল্লাহ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. মেজবাহ উদ্দিন ও এমডি. সাইফুদ্দিন এবং সার্টিফিকেট প্রাপ্তদের মধ্য থেকে অভিব্যক্তি প্রকাশ করেন- মো. সুলতান উদ্দিন ও ফুয়াদ প্রমুখ।

ড. ফজলুল হক বলেন, এই প্রশিক্ষণ আপনাদের জীবনের প্রতিটি স্তরে কাজে লাগবে। আগে কম্পিউটারের এত বহুল ব্যবহার ছিলনা, এখন প্রায় সব ক্ষেত্রেই এর ব্যবহার হচ্ছে। তাই সময় এবং টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। 

এই প্রশিক্ষণ কোর্স পরিচালনা করতে গিয়ে একাডেমিক কার্যক্রমে যেন কোন সমস্যা না নয়, সে জন্য তিনি শিক্ষকদের সতর্ক থাকার আহবান জানান। 

পরে ভাইস-চ্যান্সেলর ১৮তম এবং ১৯তম ব্যচের প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু
রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সম্মেলন
সবচেয়ে বেশী ম্যাচ খেলা শিল্টনের রেকর্ড স্পর্শ করলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও
৮০ কোটি টাকা আত্মসাৎ, এস আলমসহ ২০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বার্সেলোনার সাথে পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করলেন কুন্ডে
সাক্ষীর জবানবন্দি : আমি আইসিইউতে ঢুকে রোগীদের মুখ দেখে ছেলেকে খুঁজেছি
এক বছরে বিচারবিভাগে অনেক অর্জন হয়েছে : প্রধান বিচারপতি 
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরিয়ান সাংস্কৃতিক দিবস উদযাপিত
রাশিয়ার সঙ্গে ‘বড় অগ্রগতি’ অর্জনের কথা জানালেন ট্রাম্প
১০