সামাজিক সংলাপের মাধ্যমে ন্যায্য শ্রমনীতি প্রণয়ন সম্ভব : শ্রম সচিব

বাসস
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ২০:৪১
শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান। ফাইল ছবি

ঢাকা, ২৮ জুন, ২০২৫ (বাসস) : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, সামাজিক সংলাপের মাধ্যমে ন্যায্য শ্রমনীতি প্রণয়ন ও শ্রমিক-মালিক সমন্বয় জোরদার করা সম্ভব। প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে কাজ করতে সহায়তা করবে। প্রাতিষ্ঠানিক সংস্কার ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে সংলাপ প্রক্রিয়া জোরদার করতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিশ্রুতিবদ্ধ। 

শ্রম ও কর্মসংস্থান সচিব আজ সাভারের ব্র্যাক সিডিএম অডিটরিয়ামে আন্তর্জাতিক শ্রমমান নিশ্চিত করার লক্ষ্যে মৌলিক ভিত্তি হিসেবে ‘ত্রিপক্ষীয় সামাজিক সংলাপ’ এর তাৎপর্য ও গুরুত্ব বিষয়ক অবহিতকরণ কর্মশালা উদ্বোধনকালে এসব কথা বলেন। 

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও সুইডেনের অর্থায়নে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় ৩০ জনেরও বেশি সদস্য অংশ নিচ্ছেন।  হয়। আগামী ৩০ জুন পর্যন্ত এ কর্মশালা চলবে।

শ্রমসচিব বলেন, এ কর্মশালার মাধ্যমে জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শদাতা পরিষদ (এনটিসিসি), তৈরি পোশাক ত্রিপক্ষীয় পরামর্শদাতা পরিষদ (আরএমজি টিসিসি) এবং বাংলাদেশ ন্যূনতম মজুরি বোর্ড (বিএমডব্লিউবি)-এর সদস্যদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইএলও’র প্রোগ্রাম ম্যানেজার নীরন রামজুথান, বিকেএমইএ’র পরিচালক মো. বেলায়েত হোসেন রিপন ও জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেসবাহ উদ্দিন আহমেদ।

এ সময় আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিনিধিবৃন্দ, মলিক ও শ্রমিক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু
রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সম্মেলন
সবচেয়ে বেশী ম্যাচ খেলা শিল্টনের রেকর্ড স্পর্শ করলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও
৮০ কোটি টাকা আত্মসাৎ, এস আলমসহ ২০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বার্সেলোনার সাথে পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করলেন কুন্ডে
সাক্ষীর জবানবন্দি : আমি আইসিইউতে ঢুকে রোগীদের মুখ দেখে ছেলেকে খুঁজেছি
এক বছরে বিচারবিভাগে অনেক অর্জন হয়েছে : প্রধান বিচারপতি 
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরিয়ান সাংস্কৃতিক দিবস উদযাপিত
রাশিয়ার সঙ্গে ‘বড় অগ্রগতি’ অর্জনের কথা জানালেন ট্রাম্প
১০