নির্যাতিতদের মূল্যায়ন করতে হবে : বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম

বাসস
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ২৩:০৫
ছবি : বাসস

যশোর, ২৮ জুন, ২০২৫ (বাসস) : বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ‘যারা বছরের পর বছর নির্যাতিত হয়েছে, বিএনপির ওপর আস্থা রেখে দলের সঙ্গেই আছে, তাদের মূল্যায়ন করতে হবে।’

তিনি দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘কোনোভাবেই সুযোগ সন্ধানীদের সুযোগ দেবেন না।’

শনিবার বিকেলে যশোরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। যশোর জেলা বিএনপি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অধ্যাপক নার্গিস ইসলাম আরও বলেন, রাজনীতিতে কর্মীর চাইতে আপন কেউ হতে পারে না। যারা কর্মীদের মূল্যায়ন করে না, তারা জনগণের নেতা হতে পারে না।

তিনি বলেন, ‘দলের মধ্যে নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে দ্বন্দ্ব নয়। অন্য দলে প্রার্থী খুঁজতে হয়। আর অনেক প্রার্থীর ভিড়ে বিএনপিকে একজন প্রার্থী বাছাই করতে হয়। আগামী নির্বাচনে দল যাকেই মনোনয়ন দেবে, তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কৃষক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক প্রকৌশলী টিএস আইউব, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, সাবিরা নাজমুল মুন্নী প্রমুখ।

পরে বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম নিজে ফরম সংগ্রহ করে তার সদস্যপদ নবায়ন করার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে চার হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
রাজবাড়ীর ‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
চট্টগ্রামে জশনে জুলুসে জনস্রোত, উৎসবমূখর নগরী
আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার
কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান : কালো ধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়
সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
সুনামগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
১০