নির্যাতিতদের মূল্যায়ন করতে হবে : বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম

বাসস
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ২৩:০৫
ছবি : বাসস

যশোর, ২৮ জুন, ২০২৫ (বাসস) : বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ‘যারা বছরের পর বছর নির্যাতিত হয়েছে, বিএনপির ওপর আস্থা রেখে দলের সঙ্গেই আছে, তাদের মূল্যায়ন করতে হবে।’

তিনি দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘কোনোভাবেই সুযোগ সন্ধানীদের সুযোগ দেবেন না।’

শনিবার বিকেলে যশোরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। যশোর জেলা বিএনপি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অধ্যাপক নার্গিস ইসলাম আরও বলেন, রাজনীতিতে কর্মীর চাইতে আপন কেউ হতে পারে না। যারা কর্মীদের মূল্যায়ন করে না, তারা জনগণের নেতা হতে পারে না।

তিনি বলেন, ‘দলের মধ্যে নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে দ্বন্দ্ব নয়। অন্য দলে প্রার্থী খুঁজতে হয়। আর অনেক প্রার্থীর ভিড়ে বিএনপিকে একজন প্রার্থী বাছাই করতে হয়। আগামী নির্বাচনে দল যাকেই মনোনয়ন দেবে, তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কৃষক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক প্রকৌশলী টিএস আইউব, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, সাবিরা নাজমুল মুন্নী প্রমুখ।

পরে বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম নিজে ফরম সংগ্রহ করে তার সদস্যপদ নবায়ন করার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানকে ৮৮ রানে হারিয়েছে ভারত
ঢাকা মহানগরীতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫হাজার ৫৫৮টি মামলা নিষ্পত্তি
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
পটুয়াখালীর বাউফলে মা ইলিশ রক্ষায় দিনভর অভিযান
কঠিন চীবর দানোৎসব উপলক্ষে ধর্ম উপদেষ্টার শুভেচ্ছা 
পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান
তিস্তা নদীতে রেড অ্যালার্ট : বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে পানি
শেখ হাসিনাকে ফেরত দেয়া ছাড়া ভারত প্রত্যাশিত আচরণ পাবে না : সারজিস আলম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত ঘোষণা
বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
১০