২০২৫-২৬ অর্থবছরের জন্য জাবির ৩২৩ কোটি টাকার বাজেট অনুমোদন

বাসস
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ২৩:৫৩
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৮ জুন, ২০২৫ (বাসস) :  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেটে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৩২৩ কোটি ৩৫ লাখ টাকার বাজেট অনুমোদন হয়েছে।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে এ বাজেট পেশ করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব। অধিবেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

নতুন অর্থবছরের এই বাজেট গত বছরের তুলনায় ১৪ কোটি ৫৮ লাখ টাকা কম। গত অর্থবছরের বাজেটের আকার ছিল ৩৩৭ কোটি ৯৩ লাখ টাকা।

বাজেটের বেশিরভাগ অর্থ বেতন, পেনশন ও প্রশাসনিক খাতে ব্যয় করা হবে। মোট বাজেটের ৫৯ দশমিক ৬২ শতাংশ বা ১৮১ কোটি ৮৬ লাখ টাকা বেতনের খাতে বরাদ্দ রাখা হয়েছে। আর পেনশন ও অবসর ভাতার জন্য ১০ দশমিক ০২ শতাংশ বা ৩৮ কোটি ৭৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

চিকিৎসা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), যান্ত্রিক ও সংশ্লিষ্ট খাতে খরচের জন্য যথাক্রমে শূন্য দশমিক ১৫ শতাংশ, শূন্য দশমিক ৫৮ শতাংশ, ১ দশমিক ৬০ শতাংশ এবং শূন্য দশমিক ৫২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে।

গবেষণা এবং শিক্ষার জন্য ৯ কোটি ২৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মোট বাজেটের ২ দশমিক ২৬ শতাংশ। গত অর্থবছর এ খাতে বরাদ্দ ছিল ৭ কোটি ২৪  লাখ টাকা। এবার তা ২ দশমিক ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মোট বাজেটের ২৭৯ কোটি ৩৫ লাখ টাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রদান করবে। আর ৪৪ কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফর্ম বিক্রি, ছাত্র ফি, সম্পদসহ অভ্যন্তরীণ উৎসে থেকে আয় হবে।

গত অর্থবছরের বাজেট ২০২৪ সালের ২৯ জুন অনুমোদিত হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
কুমিল্লায় ১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
গণভোট সংসদ নির্বাচনের পর হতে পারে : আহমেদ আজম খান
ইকুইটি সিকিউরিটিজ বিধি-২০২৫ খসড়া প্রকাশ: দুই সপ্তাহের মধ্যে মতামত দেয়ার আহ্বান
আগামী ১ নভেম্বর উদ্যাপিত হবে ৫৪তম জাতীয় সমবায় দিবস
যুক্তিবোধে উজ্জীবিত তরুন প্রজন্ম নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশ : চসিক মেয়র
প্রশিক্ষিত আনসার সদস্যরা স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখছেন: ডিজি
নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময়সীমা বাড়ালো এনবিআর
১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
১০