২০২৫-২৬ অর্থবছরের জন্য জাবির ৩২৩ কোটি টাকার বাজেট অনুমোদন

বাসস
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ২৩:৫৩
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৮ জুন, ২০২৫ (বাসস) :  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেটে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৩২৩ কোটি ৩৫ লাখ টাকার বাজেট অনুমোদন হয়েছে।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে এ বাজেট পেশ করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব। অধিবেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

নতুন অর্থবছরের এই বাজেট গত বছরের তুলনায় ১৪ কোটি ৫৮ লাখ টাকা কম। গত অর্থবছরের বাজেটের আকার ছিল ৩৩৭ কোটি ৯৩ লাখ টাকা।

বাজেটের বেশিরভাগ অর্থ বেতন, পেনশন ও প্রশাসনিক খাতে ব্যয় করা হবে। মোট বাজেটের ৫৯ দশমিক ৬২ শতাংশ বা ১৮১ কোটি ৮৬ লাখ টাকা বেতনের খাতে বরাদ্দ রাখা হয়েছে। আর পেনশন ও অবসর ভাতার জন্য ১০ দশমিক ০২ শতাংশ বা ৩৮ কোটি ৭৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

চিকিৎসা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), যান্ত্রিক ও সংশ্লিষ্ট খাতে খরচের জন্য যথাক্রমে শূন্য দশমিক ১৫ শতাংশ, শূন্য দশমিক ৫৮ শতাংশ, ১ দশমিক ৬০ শতাংশ এবং শূন্য দশমিক ৫২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে।

গবেষণা এবং শিক্ষার জন্য ৯ কোটি ২৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মোট বাজেটের ২ দশমিক ২৬ শতাংশ। গত অর্থবছর এ খাতে বরাদ্দ ছিল ৭ কোটি ২৪  লাখ টাকা। এবার তা ২ দশমিক ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মোট বাজেটের ২৭৯ কোটি ৩৫ লাখ টাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রদান করবে। আর ৪৪ কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফর্ম বিক্রি, ছাত্র ফি, সম্পদসহ অভ্যন্তরীণ উৎসে থেকে আয় হবে।

গত অর্থবছরের বাজেট ২০২৪ সালের ২৯ জুন অনুমোদিত হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান-হংকং
তুরস্কে বন্দুকধারীর হামলায় ২ পুলিশ নিহত, গ্রেফতার ১
রাকসু নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮৮০ শিক্ষার্থী
চট্টগ্রামে ছুরিকাঘাতে গ্যারেজ মালিকের মৃত্যু, গ্রেফতার ২
হিজবুল্লাহকে অস্ত্র ত্যাগের আহ্বান জানিয়েছে লেবাননের খ্রিস্টান দল
প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের ‘অমূল্য’ স্বাস্থ্য সংস্থাকে বিপর্যস্ত করেছেন : ‘হু’ প্রধান
টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনায় রেখে কাল পর্দা উঠছে এশিয়া কাপের
চাঁদপুরে দুই মাদক কারবারি আটক 
চাকরি ছেড়ে এখন সফল কৃষি উদ্যোক্তা পটুয়াখালীর খলিল
১০