ফেনীতে অটোরিকশায় ট্রেনের ধাক্কায় মা-ছেলে নিহত

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১৩:৩৫
ছবি: সংগৃহীত

ফেনী, ২৯ জুন, ২০২৫ (বাসস) : ঢাকা-চট্টগ্রাম রেল পথের ফেনী স্টেশন সংলগ্ন গুদাম কোয়াটার এলাকায় ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী মা ছেলে নিহত হয়েছে। 

নিহতরা হলো, হাফেজ উদ্দিন (৪০) ও তার মা ফাতেমাতুজ্জোহরা (৬৩)। তারা  ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পশ্চিম পাঠান নগর মিয়াজী বাড়ীর বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত পৌনে ৮টার দিকে জেলা রেলস্টেশন সংলগ্ন রেলক্রসিংয়ের উপর বেরিয়ার (প্রতিবন্ধক) পাশ কেটে পার হচ্ছিলো  তাদের সিএনজি চালিত অটোরিকশাটি। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস এর সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। এতে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে  যায় এবং তারা ছিটকে পড়েন। 

তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাফেজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত হাফেজ উদ্দিনের মা ফাতেমাতুজ্জোহরাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথে তার মৃত্যু হয়।

ফেনী রেল স্টেশন মাস্টার মো. হারুন জানান, চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ফেনীর প্ল্যাটফর্মে প্রবেশের আগমুহূর্তে ৭.৪০ মিনিটের সময় এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

জেলা জিআরপি পুলিশের ইনচার্জ মো. ইকবাল হোসেন বলেন, দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাদের দুইজনকে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাফেজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় তার মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত  সাড়ে ১১ টার দিকে পথে তার মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু
রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সম্মেলন
সবচেয়ে বেশী ম্যাচ খেলা শিল্টনের রেকর্ড স্পর্শ করলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও
৮০ কোটি টাকা আত্মসাৎ, এস আলমসহ ২০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বার্সেলোনার সাথে পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করলেন কুন্ডে
সাক্ষীর জবানবন্দি : আমি আইসিইউতে ঢুকে রোগীদের মুখ দেখে ছেলেকে খুঁজেছি
এক বছরে বিচারবিভাগে অনেক অর্জন হয়েছে : প্রধান বিচারপতি 
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরিয়ান সাংস্কৃতিক দিবস উদযাপিত
রাশিয়ার সঙ্গে ‘বড় অগ্রগতি’ অর্জনের কথা জানালেন ট্রাম্প
১০