রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা সংরক্ষণ কর্মশালা

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১৩:৫৮
ছবি : বাসস

রাঙ্গামাটি,২৯ জুন, ২০২৫ (বাসস) :  জেলায় আজ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ভাষা সংরক্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ও শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজন সকাল সাড়ে ১০টায় পার্বত্য জেলা পরিষদ এনেক্স ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত  দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান  কৃষিবিদ কাজল তালুকদার।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত  কর্মশালায় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক (প্রশাসন, অর্থ ও প্রশিক্ষন) আবুল কালাম, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ  মুখ্য নিবার্হী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক (ভাষা, গবেষনা ও পরিকল্পনা) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী প্রমুখ।

কর্মশালায় জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, পার্বত্য চট্টগ্রামে এমন কিছু ক্ষুদ্র নৃ -গোষ্ঠী সম্প্রদায় রয়েছে যাদের ভাষা সংরক্ষণ না করার কারণে তা দিন দিন হারিয়ে যাচ্ছে। পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র  নৃ-গোষ্ঠীর ভাষা যাতে হারিয়ে না যায় সেজন্য কার্যকর  উদ্যোগ নিতে তিনি  সরকারের প্রতি অনুরোধ জানান।

কর্মশালায় বিভিন্ন নৃ-গোষ্ঠীর সম্প্রদায়, সংস্কৃতি কর্মী, কবি লেখকসহ  প্রায় ৪২ জন প্রতিনিধি  অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
কুমিল্লায় ১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
গণভোট সংসদ নির্বাচনের পর হতে পারে : আহমেদ আজম খান
ইকুইটি সিকিউরিটিজ বিধি-২০২৫ খসড়া প্রকাশ: দুই সপ্তাহের মধ্যে মতামত দেয়ার আহ্বান
আগামী ১ নভেম্বর উদ্যাপিত হবে ৫৪তম জাতীয় সমবায় দিবস
যুক্তিবোধে উজ্জীবিত তরুন প্রজন্ম নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশ : চসিক মেয়র
প্রশিক্ষিত আনসার সদস্যরা স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখছেন: ডিজি
নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময়সীমা বাড়ালো এনবিআর
১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
১০