নাটোরে পেশাজীবীদের কর্ম সহায়ক উপকরণ বিতরণ

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১৩:৫০
রোববার নাটোরে বিভিন্ন পেশাজীবীদের কর্ম সহায়ক উপকরণ হস্তান্তর করেন জেলা প্রশাসক আসমা শাহীন। ছবি: বাসস

নাটোর, ২৯ জুন, ২০২৫ (বাসস) : জেলা সদর উপজেলায় বিভিন্ন পেশাজীবীদের কর্ম সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। 

আজ রোববার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসব উপকরণ হস্তান্তর করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

এ সময় জেলা প্রশাসক বলেন, কোন পেশাই আর এ দেশে অবহেলা আর উপেক্ষার নয়। দেশের সার্বিক উন্নয়নের জন্যে সকল পেশাজীবীর সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন। 

অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক চর্চার উন্নয়নে ১৫টি বাদ্যযন্ত্র ও ১৬টি সেলাই মেশিন, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও স্ক্র্যাচ, গরীব অসহায় ব্যক্তিদের ভ্যান, আত্নকর্মীদের সহায়ক সামগ্রী এবং জন্ম নিবন্ধন কার্যক্রমে গতিশীলতা আনতে ইউনিয়নে কর্মরত পরিবার পরিকল্পনা পরিদর্শকদের ছাতা ও ব্যাগ বিতরণ করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাতআরা ফেরদৌস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ২০২৪-২০২৫ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় এসব উপকরণ প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
কুমিল্লায় ১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
গণভোট সংসদ নির্বাচনের পর হতে পারে : আহমেদ আজম খান
ইকুইটি সিকিউরিটিজ বিধি-২০২৫ খসড়া প্রকাশ: দুই সপ্তাহের মধ্যে মতামত দেয়ার আহ্বান
আগামী ১ নভেম্বর উদ্যাপিত হবে ৫৪তম জাতীয় সমবায় দিবস
যুক্তিবোধে উজ্জীবিত তরুন প্রজন্ম নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশ : চসিক মেয়র
প্রশিক্ষিত আনসার সদস্যরা স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখছেন: ডিজি
নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময়সীমা বাড়ালো এনবিআর
১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
১০