ভোলায় সার কারখানা স্থাপনে মিললো গ্যাস সরবরাহের অনুমতি

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১৪:৩৪ আপডেট: : ২৯ জুন ২০২৫, ১৪:৪৫

ভোলা, ২৯ জুন, ২০২৫ (বাসস) : ভোলায় সার কারখানা স্থাপনে গ্যাস সরবরাহে অনুমতি দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

গত ১৮ জুন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোছা. মোর্শেদা ফেরদৌসের সই করা এক চিঠিতে জানা গেছে, ভোলায় প্রস্তাবিত সার কারখানায় গ্যাস সরবরাহের জন্য ‘জ্বালানি ও খনিজ সম্পদ’ বিভাগকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয় ।

এতে বলা হয়েছে, ভোলার গ্যাসক্ষেত্রগুলোর অবশিষ্ট উত্তোলনযোগ্য মজুদ থেকে ২০২৭ সাল থেকে আনুমানিক ১৮ বছর ধরে প্রতিদিন ৪০ থেকে ৪৫ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফ) গ্যাস সরবরাহ করা সম্ভব হবে প্রস্তাবিত সার কারখানায়।

ভোলায় প্রস্তাবিত সার কারখানায় দীর্ঘমেয়াদে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ অনুমোদনের পেছনে নিরলসভাবে কাজ করেছে ‘ভোলা ডেভেলপমেন্ট ফোরাম’। এ বিষয়ে ফোরামের ঢাকা অঞ্চলের সভাপতি ও পরিকল্পনা কমিশনের উপ-সচিব সাইফুল ইসলাম কামরুজ বাসস’কে জানান, দেশে আরও ছয়টি সার কারখানা রয়েছে, যেগুলোয় গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে। কিন্তু ভোলায় পর্যাপ্ত গ্যাস মজুদ থাকায় এখানে কারখানা স্থাপন করলে সরকারকে আলাদাভাবে গ্যাস নিশ্চিত করতে হবে না।

ভোলা ডেভলপমেন্ট ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম জহিরুল হক জানিয়েছেন, দীর্ঘ মেয়াদে গ্যাস সরবরাহের নিশ্চয়তা পেয়েই সরকার ভোলায় একটি সারকারখানা স্থাপনে সম্মত হয়েছে। খুব দ্রুতই এটা স্থাপিত হবে। শুধু সরকারি উদ্যোগে নয়, বেসরকারিভাবেও অনেক বড় বড় কোম্পানির সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে, যেন তারাও ভোলাতে কারখানা স্থাপনে আগ্রহী হয়।

ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান বাসস’কে বলেছেন, ‘এখানে গ্যাস ভিত্তিক সার কারখানা স্থাপন করতে ইতোমধ্যেই জেলার শহরতলীতে কয়েকটি সম্ভাব্য জমি অধিগ্রহণের জন্য দেখা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘ভোলায় গ্যাস ভিত্তিক সার কারখানাসহ অন্যান্য কলকারখানা নির্মিত হলে এই জেলাসহ দক্ষিণাঞ্চলের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে চার হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
রাজবাড়ীর ‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
চট্টগ্রামে জশনে জুলুসে জনস্রোত, উৎসবমূখর নগরী
আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার
কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান : কালো ধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়
সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
সুনামগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
১০