জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১৫:২১ আপডেট: : ২৯ জুন ২০২৫, ১৬:৩৯

ঢাকা, ২৯ জুন, ২০২৫ (বাসস) : ২০২৪-এর জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজ শিক্ষার্থীদের জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি দেওয়া হবে। 

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আগামী ১ জুলাই মঙ্গলবার বেলা ১১টায় তার কার্যালয় তেজগাঁওয়ে করবী হলে জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের চেক বিতরণের মাধ্যমে জুলাই স্মৃতি অনুষ্ঠানমালার উদ্বোধন ঘোষণা করার সদয় সম্মতি প্রকাশ করেছেন।

আগামী ১ জুলাই সকালে রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয়’-এর চেক বিতরণ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

একই সঙ্গে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী জুলাই স্মৃতি অনুষ্ঠানমালার উদযাপন করার আয়োজন করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ২০২৪-এর জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে শাহাদাত বরণকারী সেই সাহসী বীর সন্তানদের যারা দেশ ও জাতির ক্রান্তিকালে প্রতিবাদ, প্রতিরোধ ও জীবন উৎসর্গ করে দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের জীবন আদর্শের মর্মবাণী শিক্ষার্থীদের মধ্যে জাগরিত করে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা ও শহীদদেরকে চিরস্মরণীয় করে রাখার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয়’ প্রবর্তন করেছে।

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী বাংলাদেশ সরকার জুলাই স্মৃতি অনুষ্ঠানমালা উদযাপন করার আয়োজন করেছে।

অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে এবং একই সঙ্গে অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হবে। 

অনুষ্ঠানটি কলেজে সরাসরি সম্প্রচার অথবা রেকর্ডিং করে ওই দিনের এইচএসসি পরীক্ষার শেষে বড় পর্দায়-মাল্টিমিডিয়ায় প্রদর্শন এবং কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীকে অংশ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
কুমিল্লায় ১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
গণভোট সংসদ নির্বাচনের পর হতে পারে : আহমেদ আজম খান
ইকুইটি সিকিউরিটিজ বিধি-২০২৫ খসড়া প্রকাশ: দুই সপ্তাহের মধ্যে মতামত দেয়ার আহ্বান
আগামী ১ নভেম্বর উদ্যাপিত হবে ৫৪তম জাতীয় সমবায় দিবস
যুক্তিবোধে উজ্জীবিত তরুন প্রজন্ম নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশ : চসিক মেয়র
প্রশিক্ষিত আনসার সদস্যরা স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখছেন: ডিজি
নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময়সীমা বাড়ালো এনবিআর
১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
১০