পদ্মায় ধরা পড়েছে ৪২ কেজি ওজনের বাঘাইড় মাছ

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১৫:৩৩
ফরিদপুরে পদ্মা নদীতে জেলের বরশিতে ধরা পড়েছে ৪২ কেজি ওজনের বাঘাইড় মাছ। ছবি: বাসস

ফরিদপুর, ২৯ জুন, ২০২৫ (বাসস) : জেলায় পদ্মা নদীতে জেলের বরশিতে ধরা পড়েছে ৪২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ।

গতকাল শনিবার দিবাগত রাতে চরভদ্রাসন উপজেলার হাজার বিঘার চর এলাকায় আদু শেখ নামের এক জেলের বরশিতে মাছটি ধরা পড়ে।

রাতেই মাছটি নিয়ে তিনি চলে যান চর হাজিগঞ্জ বাজারে। সেখানে নিলামে তোলা হলে স্থানীয় ১৮ জন মিলে ৬২ হাজার টাকায় মাছটি কিনে ভাগ করে নেন।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, বর্ষার পানি বাড়ায় সম্প্রতি পদ্মায় বড় আকারের রুই, কাতলা, পাঙাশ ও বোয়াল মাছ ধরা পড়ছে। শনিবার রাতে আদু শেখসহ কয়েকজন জেলে বরশি পেতে মাছ ধরছিলেন। শেষরাতে তার বরশিতে উঠে আসে বিরল এই বাঘাইড় মাছ।

বাজারে মাছটি নিয়ে এলে সেটি ঘিরে ভিড় করেন অনেকে। পরে নিলামে সর্বোচ্চ দর হাঁকিয়ে ১৮ জন মিলে মাছটি কেনেন। তাদের একজন বাবুল জানান, এ বছর পদ্মায় এটিই সবচেয়ে বড় বাঘাইড় মাছ ধরা পড়ার ঘটনা।

জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার বলেন, খাবারের খোঁজে কিংবা প্রজনন ঋতুর কারণে বড় মাছ নদীতে ধরা পড়ছে। তবে মৎস্য সংরক্ষণ আইনে বাঘাইড় ধরা নিষিদ্ধ নয়। তাই বড় মাছ হলে জেলেরা ধরতে পারেন। আমরা সাধারণত ঝাটকা বা ছোট মাছ রক্ষায় অভিযান চালাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার
কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান : কালো ধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়
সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
সুনামগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
লালমনিরহাটে পানিতে ডুবে তরুণের মৃত্যু 
দেশে ২৪ ঘণ্টায় কেউ করোনায় আক্রান্ত হয়নি
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ৬ 
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উল্লাপাড়া
১০