পদ্মায় ধরা পড়েছে ৪২ কেজি ওজনের বাঘাইড় মাছ

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১৫:৩৩
ফরিদপুরে পদ্মা নদীতে জেলের বরশিতে ধরা পড়েছে ৪২ কেজি ওজনের বাঘাইড় মাছ। ছবি: বাসস

ফরিদপুর, ২৯ জুন, ২০২৫ (বাসস) : জেলায় পদ্মা নদীতে জেলের বরশিতে ধরা পড়েছে ৪২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ।

গতকাল শনিবার দিবাগত রাতে চরভদ্রাসন উপজেলার হাজার বিঘার চর এলাকায় আদু শেখ নামের এক জেলের বরশিতে মাছটি ধরা পড়ে।

রাতেই মাছটি নিয়ে তিনি চলে যান চর হাজিগঞ্জ বাজারে। সেখানে নিলামে তোলা হলে স্থানীয় ১৮ জন মিলে ৬২ হাজার টাকায় মাছটি কিনে ভাগ করে নেন।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, বর্ষার পানি বাড়ায় সম্প্রতি পদ্মায় বড় আকারের রুই, কাতলা, পাঙাশ ও বোয়াল মাছ ধরা পড়ছে। শনিবার রাতে আদু শেখসহ কয়েকজন জেলে বরশি পেতে মাছ ধরছিলেন। শেষরাতে তার বরশিতে উঠে আসে বিরল এই বাঘাইড় মাছ।

বাজারে মাছটি নিয়ে এলে সেটি ঘিরে ভিড় করেন অনেকে। পরে নিলামে সর্বোচ্চ দর হাঁকিয়ে ১৮ জন মিলে মাছটি কেনেন। তাদের একজন বাবুল জানান, এ বছর পদ্মায় এটিই সবচেয়ে বড় বাঘাইড় মাছ ধরা পড়ার ঘটনা।

জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার বলেন, খাবারের খোঁজে কিংবা প্রজনন ঋতুর কারণে বড় মাছ নদীতে ধরা পড়ছে। তবে মৎস্য সংরক্ষণ আইনে বাঘাইড় ধরা নিষিদ্ধ নয়। তাই বড় মাছ হলে জেলেরা ধরতে পারেন। আমরা সাধারণত ঝাটকা বা ছোট মাছ রক্ষায় অভিযান চালাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানকে ৮৮ রানে হারিয়েছে ভারত
ঢাকা মহানগরীতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫হাজার ৫৫৮টি মামলা নিষ্পত্তি
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
পটুয়াখালীর বাউফলে মা ইলিশ রক্ষায় দিনভর অভিযান
কঠিন চীবর দানোৎসব উপলক্ষে ধর্ম উপদেষ্টার শুভেচ্ছা 
পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান
তিস্তা নদীতে রেড অ্যালার্ট : বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে পানি
শেখ হাসিনাকে ফেরত দেয়া ছাড়া ভারত প্রত্যাশিত আচরণ পাবে না : সারজিস আলম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত ঘোষণা
বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
১০