পদ্মায় ধরা পড়েছে ৪২ কেজি ওজনের বাঘাইড় মাছ

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১৫:৩৩
ফরিদপুরে পদ্মা নদীতে জেলের বরশিতে ধরা পড়েছে ৪২ কেজি ওজনের বাঘাইড় মাছ। ছবি: বাসস

ফরিদপুর, ২৯ জুন, ২০২৫ (বাসস) : জেলায় পদ্মা নদীতে জেলের বরশিতে ধরা পড়েছে ৪২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ।

গতকাল শনিবার দিবাগত রাতে চরভদ্রাসন উপজেলার হাজার বিঘার চর এলাকায় আদু শেখ নামের এক জেলের বরশিতে মাছটি ধরা পড়ে।

রাতেই মাছটি নিয়ে তিনি চলে যান চর হাজিগঞ্জ বাজারে। সেখানে নিলামে তোলা হলে স্থানীয় ১৮ জন মিলে ৬২ হাজার টাকায় মাছটি কিনে ভাগ করে নেন।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, বর্ষার পানি বাড়ায় সম্প্রতি পদ্মায় বড় আকারের রুই, কাতলা, পাঙাশ ও বোয়াল মাছ ধরা পড়ছে। শনিবার রাতে আদু শেখসহ কয়েকজন জেলে বরশি পেতে মাছ ধরছিলেন। শেষরাতে তার বরশিতে উঠে আসে বিরল এই বাঘাইড় মাছ।

বাজারে মাছটি নিয়ে এলে সেটি ঘিরে ভিড় করেন অনেকে। পরে নিলামে সর্বোচ্চ দর হাঁকিয়ে ১৮ জন মিলে মাছটি কেনেন। তাদের একজন বাবুল জানান, এ বছর পদ্মায় এটিই সবচেয়ে বড় বাঘাইড় মাছ ধরা পড়ার ঘটনা।

জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার বলেন, খাবারের খোঁজে কিংবা প্রজনন ঋতুর কারণে বড় মাছ নদীতে ধরা পড়ছে। তবে মৎস্য সংরক্ষণ আইনে বাঘাইড় ধরা নিষিদ্ধ নয়। তাই বড় মাছ হলে জেলেরা ধরতে পারেন। আমরা সাধারণত ঝাটকা বা ছোট মাছ রক্ষায় অভিযান চালাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাশিয়া যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে 'পরিস্থিতি জটিল' হবে: জেলেনস্কি
নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা
গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪০
ভারতে এক বৃদ্ধা নারীর প্রতিবাদী পদযাত্রার ছবি বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত : ফ্যাক্টওয়াচ
৬০ কেজি গাঁজা ও ২ প্রাইভেট কারসহ দুই দম্পতি গ্রেফতার
কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
ভুয়া ছবি-ভিডিও ব্যবহার করে আওয়ামী লীগের অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
গোপালগঞ্জের মহেশপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
১০