সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হয়েছেন ৩,৭৩,৩১২ জন

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১৬:২৪ আপডেট: : ২৯ জুন ২০২৫, ১৭:০২

ঢাকা, ২৯ জুন, ২০২৫ (বাসস) : বিদ্যমান সর্বজনীন পেনশন স্কিমে এ পর্যন্ত ৩ লাখ ৭৩ হাজার ৩১২ জন নাগরিক যোগদান করেছেন। ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ১৮ বছরের অধিক বয়স্ক জনগোষ্ঠীকে যুক্ত করার পাশাপাশি পেনশন স্কিম সংক্রান্ত তথ্য আদান-প্রদান, সচেতনতা বৃদ্ধি এবং পেনশন স্কিমে গ্রাহকদের রেজিস্ট্রেশনে উৎসাহিত করার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আজ সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, ইতোমধ্যে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকে রেজিস্ট্রেশন কাজে উৎসাহিত করতে প্রতিটি রেজিস্ট্রেশনের জন্য সরকারি বাজেট বরাদ্দ থেকে ফি প্রদানের জন্য অর্থ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়। 

এছাড়া বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ে পেনশন মেলা ও কর্মশালা আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।

সর্বজনীন পেনশন স্কিমকে গ্রাহকবান্ধব করতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ ইতোমধ্যে ১২টি ব্যাংক এবং নগদ ও বিকাশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। মাসিক কিস্তি জমাদানের সুবিধার্থে আরো দশটি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর প্রক্রিয়াধীন রয়েছে। 

এছাড়া অধিক গ্রাহকবান্ধব করার জন্য সর্বজনীন পেনশন স্কিমে নতুন ফিচার যুক্ত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাশিয়া যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে 'পরিস্থিতি জটিল' হবে: জেলেনস্কি
নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা
গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪০
ভারতে এক বৃদ্ধা নারীর প্রতিবাদী পদযাত্রার ছবি বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত : ফ্যাক্টওয়াচ
৬০ কেজি গাঁজা ও ২ প্রাইভেট কারসহ দুই দম্পতি গ্রেফতার
কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
ভুয়া ছবি-ভিডিও ব্যবহার করে আওয়ামী লীগের অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
গোপালগঞ্জের মহেশপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
১০