‘ক্যাপিটালাইজার ২০২৫’ শীর্ষক প্রতিযোগিতার চূড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১৬:৫৮ আপডেট: : ৩০ জুন ২০২৫, ১০:৩৯
শনিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বিইউপির উদ্যোগে‘ ক্যাপিটালাইজার ২০২৫’ শীর্ষক প্রতিযোগিতার চূড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ছবি: বাসস

ঢাকা, ২৯ জুন, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)’র ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তত্ত্বাবধানে ও বিইউপি ফাইন্যান্স সোসাইটির উদ্যোগে ‘ক্যাপিটালাইজার ২০২৫’ শীর্ষক আন্তঃবিশ্ববিদ্যালয় বিনিয়োগ কৌশল প্রতিযোগিতার চূড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আকিজ স্টিল মিলস লিমিটেডের পৃষ্ঠপোষকতা এবং সেনা কল্যাণ সংস্থা ও স্বপ্ন এর সহ-পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের বাস্তব বিনিয়োগ কৌশল ও আর্থিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজন করা হয়। 

প্রতিযোগিতায় বাংলাদেশের ২৭টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৩২৪টি দল অংশ গ্রহণ করে।

তিন ধাপে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার প্রাথমিক পর্বগুলো অনলাইনে অনুষ্ঠিত হয়, যেখানে অংশ গ্রহণকারীরা অর্থায়ন সম্পর্কিত মৌলিক ধারণা, কৌশল প্রণয়ন ও তথ্যভিত্তিক বিশ্লেষণে নিজেদের দক্ষতা প্রদর্শন করে। 

চূড়ান্তপর্বে নির্বাচিত সেরা দলসমূহ সরাসরি উপস্থিত থেকে তাদের প্রেজেন্টেশন উপস্থাপন করেন। 

প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীরা ঋণ ও মূলধন বিশ্লেষণ, পোর্টফোলিও নির্মাণ, ঝুঁকি মূল্যায়ন ও সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণে তাদের জ্ঞান ও সক্ষমতা প্রদর্শন করে।

চূড়ান্ত পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ দল ‘ওলভস অব মোহাম্মদপুর স্ট্রীট’ ও ‘সেলস লাইক টীম স্প্রিট’ যথাক্রমে চ্যাম্পিয়ন ও ১ম রানার-আপ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস দল ‘প্যাক-ম্যান ডিফেন্স’ ২য় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপি’র উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম।

তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের বিশ্লেষণী ও কৌশলগত দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ, বিইউপি’র উচ্চ পদস্থ কর্মকর্তা, শিক্ষকবৃন্দ, স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাবেক শিক্ষার্থী, প্রতিযোগী দল ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
কুমিল্লায় ১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
গণভোট সংসদ নির্বাচনের পর হতে পারে : আহমেদ আজম খান
ইকুইটি সিকিউরিটিজ বিধি-২০২৫ খসড়া প্রকাশ: দুই সপ্তাহের মধ্যে মতামত দেয়ার আহ্বান
আগামী ১ নভেম্বর উদ্যাপিত হবে ৫৪তম জাতীয় সমবায় দিবস
যুক্তিবোধে উজ্জীবিত তরুন প্রজন্ম নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশ : চসিক মেয়র
প্রশিক্ষিত আনসার সদস্যরা স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখছেন: ডিজি
নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময়সীমা বাড়ালো এনবিআর
১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
১০