‘ক্যাপিটালাইজার ২০২৫’ শীর্ষক প্রতিযোগিতার চূড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১৬:৫৮ আপডেট: : ৩০ জুন ২০২৫, ১০:৩৯
শনিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বিইউপির উদ্যোগে‘ ক্যাপিটালাইজার ২০২৫’ শীর্ষক প্রতিযোগিতার চূড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ছবি: বাসস

ঢাকা, ২৯ জুন, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)’র ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তত্ত্বাবধানে ও বিইউপি ফাইন্যান্স সোসাইটির উদ্যোগে ‘ক্যাপিটালাইজার ২০২৫’ শীর্ষক আন্তঃবিশ্ববিদ্যালয় বিনিয়োগ কৌশল প্রতিযোগিতার চূড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আকিজ স্টিল মিলস লিমিটেডের পৃষ্ঠপোষকতা এবং সেনা কল্যাণ সংস্থা ও স্বপ্ন এর সহ-পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের বাস্তব বিনিয়োগ কৌশল ও আর্থিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজন করা হয়। 

প্রতিযোগিতায় বাংলাদেশের ২৭টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৩২৪টি দল অংশ গ্রহণ করে।

তিন ধাপে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার প্রাথমিক পর্বগুলো অনলাইনে অনুষ্ঠিত হয়, যেখানে অংশ গ্রহণকারীরা অর্থায়ন সম্পর্কিত মৌলিক ধারণা, কৌশল প্রণয়ন ও তথ্যভিত্তিক বিশ্লেষণে নিজেদের দক্ষতা প্রদর্শন করে। 

চূড়ান্তপর্বে নির্বাচিত সেরা দলসমূহ সরাসরি উপস্থিত থেকে তাদের প্রেজেন্টেশন উপস্থাপন করেন। 

প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীরা ঋণ ও মূলধন বিশ্লেষণ, পোর্টফোলিও নির্মাণ, ঝুঁকি মূল্যায়ন ও সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণে তাদের জ্ঞান ও সক্ষমতা প্রদর্শন করে।

চূড়ান্ত পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ দল ‘ওলভস অব মোহাম্মদপুর স্ট্রীট’ ও ‘সেলস লাইক টীম স্প্রিট’ যথাক্রমে চ্যাম্পিয়ন ও ১ম রানার-আপ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস দল ‘প্যাক-ম্যান ডিফেন্স’ ২য় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপি’র উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম।

তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের বিশ্লেষণী ও কৌশলগত দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ, বিইউপি’র উচ্চ পদস্থ কর্মকর্তা, শিক্ষকবৃন্দ, স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাবেক শিক্ষার্থী, প্রতিযোগী দল ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানকে ৮৮ রানে হারিয়েছে ভারত
ঢাকা মহানগরীতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫হাজার ৫৫৮টি মামলা নিষ্পত্তি
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
পটুয়াখালীর বাউফলে মা ইলিশ রক্ষায় দিনভর অভিযান
কঠিন চীবর দানোৎসব উপলক্ষে ধর্ম উপদেষ্টার শুভেচ্ছা 
পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান
তিস্তা নদীতে রেড অ্যালার্ট : বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে পানি
শেখ হাসিনাকে ফেরত দেয়া ছাড়া ভারত প্রত্যাশিত আচরণ পাবে না : সারজিস আলম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত ঘোষণা
বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
১০