‘ক্যাপিটালাইজার ২০২৫’ শীর্ষক প্রতিযোগিতার চূড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১৬:৫৮ আপডেট: : ৩০ জুন ২০২৫, ১০:৩৯
শনিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বিইউপির উদ্যোগে‘ ক্যাপিটালাইজার ২০২৫’ শীর্ষক প্রতিযোগিতার চূড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ছবি: বাসস

ঢাকা, ২৯ জুন, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)’র ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তত্ত্বাবধানে ও বিইউপি ফাইন্যান্স সোসাইটির উদ্যোগে ‘ক্যাপিটালাইজার ২০২৫’ শীর্ষক আন্তঃবিশ্ববিদ্যালয় বিনিয়োগ কৌশল প্রতিযোগিতার চূড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আকিজ স্টিল মিলস লিমিটেডের পৃষ্ঠপোষকতা এবং সেনা কল্যাণ সংস্থা ও স্বপ্ন এর সহ-পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের বাস্তব বিনিয়োগ কৌশল ও আর্থিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজন করা হয়। 

প্রতিযোগিতায় বাংলাদেশের ২৭টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৩২৪টি দল অংশ গ্রহণ করে।

তিন ধাপে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার প্রাথমিক পর্বগুলো অনলাইনে অনুষ্ঠিত হয়, যেখানে অংশ গ্রহণকারীরা অর্থায়ন সম্পর্কিত মৌলিক ধারণা, কৌশল প্রণয়ন ও তথ্যভিত্তিক বিশ্লেষণে নিজেদের দক্ষতা প্রদর্শন করে। 

চূড়ান্তপর্বে নির্বাচিত সেরা দলসমূহ সরাসরি উপস্থিত থেকে তাদের প্রেজেন্টেশন উপস্থাপন করেন। 

প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীরা ঋণ ও মূলধন বিশ্লেষণ, পোর্টফোলিও নির্মাণ, ঝুঁকি মূল্যায়ন ও সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণে তাদের জ্ঞান ও সক্ষমতা প্রদর্শন করে।

চূড়ান্ত পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ দল ‘ওলভস অব মোহাম্মদপুর স্ট্রীট’ ও ‘সেলস লাইক টীম স্প্রিট’ যথাক্রমে চ্যাম্পিয়ন ও ১ম রানার-আপ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস দল ‘প্যাক-ম্যান ডিফেন্স’ ২য় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপি’র উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম।

তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের বিশ্লেষণী ও কৌশলগত দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ, বিইউপি’র উচ্চ পদস্থ কর্মকর্তা, শিক্ষকবৃন্দ, স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাবেক শিক্ষার্থী, প্রতিযোগী দল ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার
কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান : কালো ধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়
সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
সুনামগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
লালমনিরহাটে পানিতে ডুবে তরুণের মৃত্যু 
দেশে ২৪ ঘণ্টায় কেউ করোনায় আক্রান্ত হয়নি
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ৬ 
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উল্লাপাড়া
১০