ফটিকছড়ির বন থেকে উদ্ধার হওয়া হরিণ শাবকটি পেল নিরাপদ আশ্রয়

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১৮:০২
ছবি : বাসস

চট্টগ্রাম, ২৯ জুন, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের ফটিকছড়ির পাহাড়ি বন থেকে মা-হারা একটি মায়া হরিণের শাবক উদ্ধার করে পাঠানো হয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানায়। স্থানীয় এক সচেতন তরুণ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মানবিক সহযোগিতায় শাবকটি পেয়েছে নিরাপদ আশ্রয়।

রোববার (২৯ জুন) সকালে ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি সংরক্ষিত বনাঞ্চল থেকে লোকালয়ে নেমে আসে দুর্বল এক হরিণ শাবক।

স্থানীয় যুবক আব্দুল কুদ্দুছ শাবকটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরীর মাধ্যমে যোগাযোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরীর সঙ্গে।

ইউএনও বিষয়টি চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভকে জানান। তিনি বলেন, এই মুহূর্তে শাবকটিকে প্রকৃতিতে ছেড়ে দিলে বাঁচবে না। চিকিৎসা ও পরিচর্যার জন্য চিড়িয়াখানায় রাখা জরুরি। এরপর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শাবকটি চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, প্রাণীটির জীবনরক্ষা ও সুরক্ষার জন্য আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। আব্দুল কুদ্দুছের মতো সচেতন নাগরিকদের জন্যই বন্যপ্রাণী রক্ষা সম্ভব হচ্ছে। বন্যপ্রাণী সংরক্ষণে এমন দায়িত্বশীল উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার
কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান : কালো ধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়
সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
সুনামগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
লালমনিরহাটে পানিতে ডুবে তরুণের মৃত্যু 
দেশে ২৪ ঘণ্টায় কেউ করোনায় আক্রান্ত হয়নি
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ৬ 
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উল্লাপাড়া
১০