ফটিকছড়ির বন থেকে উদ্ধার হওয়া হরিণ শাবকটি পেল নিরাপদ আশ্রয়

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১৮:০২
ছবি : বাসস

চট্টগ্রাম, ২৯ জুন, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের ফটিকছড়ির পাহাড়ি বন থেকে মা-হারা একটি মায়া হরিণের শাবক উদ্ধার করে পাঠানো হয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানায়। স্থানীয় এক সচেতন তরুণ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মানবিক সহযোগিতায় শাবকটি পেয়েছে নিরাপদ আশ্রয়।

রোববার (২৯ জুন) সকালে ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি সংরক্ষিত বনাঞ্চল থেকে লোকালয়ে নেমে আসে দুর্বল এক হরিণ শাবক।

স্থানীয় যুবক আব্দুল কুদ্দুছ শাবকটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরীর মাধ্যমে যোগাযোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরীর সঙ্গে।

ইউএনও বিষয়টি চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভকে জানান। তিনি বলেন, এই মুহূর্তে শাবকটিকে প্রকৃতিতে ছেড়ে দিলে বাঁচবে না। চিকিৎসা ও পরিচর্যার জন্য চিড়িয়াখানায় রাখা জরুরি। এরপর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শাবকটি চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, প্রাণীটির জীবনরক্ষা ও সুরক্ষার জন্য আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। আব্দুল কুদ্দুছের মতো সচেতন নাগরিকদের জন্যই বন্যপ্রাণী রক্ষা সম্ভব হচ্ছে। বন্যপ্রাণী সংরক্ষণে এমন দায়িত্বশীল উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাশিয়া যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে 'পরিস্থিতি জটিল' হবে: জেলেনস্কি
নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা
গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪০
ভারতে এক বৃদ্ধা নারীর প্রতিবাদী পদযাত্রার ছবি বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত : ফ্যাক্টওয়াচ
৬০ কেজি গাঁজা ও ২ প্রাইভেট কারসহ দুই দম্পতি গ্রেফতার
কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
ভুয়া ছবি-ভিডিও ব্যবহার করে আওয়ামী লীগের অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
গোপালগঞ্জের মহেশপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
১০