ফটিকছড়ির বন থেকে উদ্ধার হওয়া হরিণ শাবকটি পেল নিরাপদ আশ্রয়

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১৮:০২
ছবি : বাসস

চট্টগ্রাম, ২৯ জুন, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের ফটিকছড়ির পাহাড়ি বন থেকে মা-হারা একটি মায়া হরিণের শাবক উদ্ধার করে পাঠানো হয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানায়। স্থানীয় এক সচেতন তরুণ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মানবিক সহযোগিতায় শাবকটি পেয়েছে নিরাপদ আশ্রয়।

রোববার (২৯ জুন) সকালে ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি সংরক্ষিত বনাঞ্চল থেকে লোকালয়ে নেমে আসে দুর্বল এক হরিণ শাবক।

স্থানীয় যুবক আব্দুল কুদ্দুছ শাবকটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরীর মাধ্যমে যোগাযোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরীর সঙ্গে।

ইউএনও বিষয়টি চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভকে জানান। তিনি বলেন, এই মুহূর্তে শাবকটিকে প্রকৃতিতে ছেড়ে দিলে বাঁচবে না। চিকিৎসা ও পরিচর্যার জন্য চিড়িয়াখানায় রাখা জরুরি। এরপর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শাবকটি চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, প্রাণীটির জীবনরক্ষা ও সুরক্ষার জন্য আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। আব্দুল কুদ্দুছের মতো সচেতন নাগরিকদের জন্যই বন্যপ্রাণী রক্ষা সম্ভব হচ্ছে। বন্যপ্রাণী সংরক্ষণে এমন দায়িত্বশীল উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানকে ৮৮ রানে হারিয়েছে ভারত
ঢাকা মহানগরীতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫হাজার ৫৫৮টি মামলা নিষ্পত্তি
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
পটুয়াখালীর বাউফলে মা ইলিশ রক্ষায় দিনভর অভিযান
কঠিন চীবর দানোৎসব উপলক্ষে ধর্ম উপদেষ্টার শুভেচ্ছা 
পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান
তিস্তা নদীতে রেড অ্যালার্ট : বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে পানি
শেখ হাসিনাকে ফেরত দেয়া ছাড়া ভারত প্রত্যাশিত আচরণ পাবে না : সারজিস আলম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত ঘোষণা
বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
১০