চট্টগ্রাম বোর্ডে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দেয়নি ১,২৩৫ জন

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১৮:০৭
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। ফাইল ছবি

চট্টগ্রাম, ২৯ জুন, ২০২৫ (বাসস) : চলমান এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ হাজার ২৩৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। 

রোববার (২৯ জুন) বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে মানবিক বিভাগের দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, বহিষ্কৃত দুই জনের একজন নাজিরহাট কলেজের ও অন্যজন জোরারগঞ্জ মহিলা কলেজের শিক্ষার্থী। 

এদিকে চট্টগ্রামে বোর্ডের মোট ১১৫টি কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ৮৮ হাজার ৩১৮ জনের মধ্যে অংশ নিয়েছেন ৮৭ হাজার ৮৩ জন। 

এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে চট্টগ্রাম মহানগর, জেলা, তিন পার্বত্য জেলা ও কক্সবাজারসহ মোট ৩০৭টি কলেজ থেকে এক লাখ দুই হাজার ৮৬৯ জন পরীক্ষার জন্য নিবন্ধন করেছিলেন। 

এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৮৮ হাজার ৩১৮ জন। চট্টগ্রাম নগরসহ জেলার ৬৯টি কেন্দ্রে ৬৪ হাজার ৩৭০ জনের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৬৩ হাজার ৫৪০ জন। 

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, ‘বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ২ জনকে বহিষ্কার করা হয়েছে। তারা চট্টগ্রাম জেলার পরীক্ষার্থী।’

তিনি আরো বলেন, মোট পরীক্ষার্থীর ১ দশমিক ৪০ শতাংশ অনুপস্থিত ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাষ্ট্র ও গণমাধ্যমের ভিকটিমের প্রতি দায়-দায়িত্ব
তেজগাঁওয়ে মহিলা আওয়ামী লীগ নেত্রী সুইটি গ্রেফতার
শিশু রানার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে চার হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
রাজবাড়ীর ‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
চট্টগ্রামে জশনে জুলুসে জনস্রোত, উৎসবমূখর নগরী
আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার
কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান : কালো ধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়
১০