চট্টগ্রাম বোর্ডে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দেয়নি ১,২৩৫ জন

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১৮:০৭
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। ফাইল ছবি

চট্টগ্রাম, ২৯ জুন, ২০২৫ (বাসস) : চলমান এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ হাজার ২৩৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। 

রোববার (২৯ জুন) বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে মানবিক বিভাগের দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, বহিষ্কৃত দুই জনের একজন নাজিরহাট কলেজের ও অন্যজন জোরারগঞ্জ মহিলা কলেজের শিক্ষার্থী। 

এদিকে চট্টগ্রামে বোর্ডের মোট ১১৫টি কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ৮৮ হাজার ৩১৮ জনের মধ্যে অংশ নিয়েছেন ৮৭ হাজার ৮৩ জন। 

এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে চট্টগ্রাম মহানগর, জেলা, তিন পার্বত্য জেলা ও কক্সবাজারসহ মোট ৩০৭টি কলেজ থেকে এক লাখ দুই হাজার ৮৬৯ জন পরীক্ষার জন্য নিবন্ধন করেছিলেন। 

এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৮৮ হাজার ৩১৮ জন। চট্টগ্রাম নগরসহ জেলার ৬৯টি কেন্দ্রে ৬৪ হাজার ৩৭০ জনের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৬৩ হাজার ৫৪০ জন। 

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, ‘বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ২ জনকে বহিষ্কার করা হয়েছে। তারা চট্টগ্রাম জেলার পরীক্ষার্থী।’

তিনি আরো বলেন, মোট পরীক্ষার্থীর ১ দশমিক ৪০ শতাংশ অনুপস্থিত ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানকে ৮৮ রানে হারিয়েছে ভারত
ঢাকা মহানগরীতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫হাজার ৫৫৮টি মামলা নিষ্পত্তি
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
পটুয়াখালীর বাউফলে মা ইলিশ রক্ষায় দিনভর অভিযান
কঠিন চীবর দানোৎসব উপলক্ষে ধর্ম উপদেষ্টার শুভেচ্ছা 
পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান
তিস্তা নদীতে রেড অ্যালার্ট : বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে পানি
শেখ হাসিনাকে ফেরত দেয়া ছাড়া ভারত প্রত্যাশিত আচরণ পাবে না : সারজিস আলম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত ঘোষণা
বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
১০