কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীসহ দুইজন নিহত 

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১৯:১৪

কক্সবাজার,  ২৯ জুন ২০২৫ (বাসস): জেলার উখিয়া ও টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৬ জন।

আজ সকাল ও দুপুরে পৃথক এ দুর্ঘটনা দুটি ঘটে। 

নিহতরা হলেন, পেকুয়া উপজেলার মগনামার বাসিন্দা আবুল ফয়েজের পুত্র পারভেজ মোশাররফ (১৯) এবং উখিয়ার উত্তর পালংখালী এলাকার মৃত সাবের আহমদের কন্যা পালংখালী খাদিজাতুল কোবরা (রা:) বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী সাদিয়া রিমু (৮)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মেজর সিনহা চত্বরের কাছে মেরিন ড্রাইভ সড়কে একটি মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে  মোটরসাইকেল চালক পেকুয়া উপজেলার মগনামার বাসিন্দা পারভেজ মোশাররফ ঘটনাস্থলেই মারা যান। এতে অটোরিকশার চালকসহ ৬ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

একইদিন দুপুরে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার পালংখালী স্টেশনে একটি বাসের ধাক্কায় টমটমের যাত্রী খাদিজাতুল কোবরা (রা.) বালিকা মাদ্রাসার শিক্ষার্থী সাদিয়া রিমু আকতার নিহত হন।

প্রত্যক্ষদর্শী পালংখালী বাজার কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার ফয়সাল জানান, টেকনাফগামী ‘তারেক ট্রেডার্স’-এর একটি মিনি বাস বিপরীত দিক থেকে আসা টমটমকে ধাক্কা দেয়। এতে টমটমে থাকা যাত্রী রিমু গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
কুমিল্লায় ১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
গণভোট সংসদ নির্বাচনের পর হতে পারে : আহমেদ আজম খান
ইকুইটি সিকিউরিটিজ বিধি-২০২৫ খসড়া প্রকাশ: দুই সপ্তাহের মধ্যে মতামত দেয়ার আহ্বান
আগামী ১ নভেম্বর উদ্যাপিত হবে ৫৪তম জাতীয় সমবায় দিবস
যুক্তিবোধে উজ্জীবিত তরুন প্রজন্ম নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশ : চসিক মেয়র
প্রশিক্ষিত আনসার সদস্যরা স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখছেন: ডিজি
নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময়সীমা বাড়ালো এনবিআর
১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
১০