‘ক্ষুদ্র ঋণ বড় স্বপ্ন : মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক এবং বৈশ্বিক ক্ষুদ্রঋণ বিপ্লব’ বইয়ের প্রকাশনা উৎসব সোমবার

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১৯:০২ আপডেট: : ২৯ জুন ২০২৫, ২৩:৪৮

ঢাকা, ২৯ জুন, ২০২৫ (বাসস) : ‘ক্ষুদ্র ঋণ বড় স্বপ্ন: মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক এবং বৈশ্বিক ক্ষুদ্রঋণ বিপ্লব’ বইয়ের প্রকাশনা উৎসব আগামীকাল সোমবার রাজধানীর গ্রীন রোড এলাকায় ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের প্রধান কার্যালয় আর এইচ হোম সেন্টারে অনুষ্ঠিত হবে। 

বইটির প্রকাশনা উৎসবে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন পিকেএসএফ-এর প্রাক্তন পর্ষদ সদস্য এবং মানুষের জন্য ফাউন্ডেশনের চেয়ারপারসন পারভীন মাহমুদ, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের, গ্রামীণ ব্যাংক, বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ এবং বইটির লেখক এলেক্স কাউন্টস। অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে উপস্থিত থাকবেন ইনোভেশন কনসাল্টিং-এর ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াৎ সারোয়ার।

ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংকের হাত ধরে বাংলাদেশে গড়ে ওঠা ক্ষুদ্রঋণের জন্ম ও বিকাশের একটি অনন্য বিবরণ হলো ক্ষুদ্র ঋণ, বড় স্বপ্ন গ্রন্থ। এর লেখক গ্রামীণ ফাউন্ডেশন, ইউএসএ-র প্রতিষ্ঠাতা এলেক্স কাউন্ট্স ক্ষুদ্রঋণের ইতিহাস অনুসন্ধান এবং অর্থনৈতিক মন্দা ও পরিবেশগত বিপর্যয়ের প্রেক্ষিতে গ্রামীণ ব্যাংক কীভাবে নিজেদের পদ্ধতি পরিবর্তন করেছে সেসব নিয়ে আলোচনা করেছেন। তিনি গ্রামীণ মডেলের মূল্যবোধ ও তাৎপর্য নিয়ে সমালোচকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়ার পাশাপাশি ড. ইউনূসের অসাধারণ দূরদর্শিতার দীর্ঘমেয়াদী পরম্পরাও বর্ণনা করেছেন গ্রন্থটিতে।  

এ গ্রন্থে লেখক বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম ও শিকাগোর শহরতলীর কয়েকজন নারীর জীবনের প্রাঞ্জল উপাখ্যান তুলে ধরেছেন। এরা সকলেই ক্ষুদ্রঋণ গ্রহণের সুযোগ পেয়েছিলেন বলেই নিজেদের উদ্যোগে ছোট ব্যবসা গড়ে তুলে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। শিকাগোর এই প্রকল্পটি ছিল যুক্তরাষ্ট্রে গ্রামীণ মডেলের একটি পরীক্ষামূলক প্রকল্প। গ্রামীণ আমেরিকার সাফল্যের হাত ধরে কীভাবে গ্রামীণ পদ্ধতি আমেরিকায় বিস্তৃত হলো সেটিও তিনি তুলে ধরেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দ্বিতীয় হার বাংলাদেশ ‘এ’ দলের
চট্টগ্রামে পুলিশের ওপর হামলা করা সেই যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেফতার
প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের সার্ফাররা
খুলনায় জেলা সমন্বয় কমিটির মাসিক সভা
দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এতিমদের মাঝে ঢাকা কলেজ ছাত্রদলের খাবার বিতরণ
কোচদের জন্য বরিশালে কর্মশালা করল বিসিবি
আগস্টের ১৬ দিনে রেমিট্যান্স প্রবাহ ১৩.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে
পার্থকে ১২৪ রানের টার্গেট দিল বাংলাদেশ ‘এ’
রিকশাচালক আজিজুরের জামিন মঞ্জুর
১০