বাসসের কালাম আজাদ বগুড়া প্রেসক্লাবের সম্পাদক নির্বাচিত

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১৯:৩০
কালাম আজাদ। ছবি : বাসস

বগুড়া, ২৯ জুন ২০২৫ (বাসস): বগুড়া প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে রেজাউল হাসান রানু এবং সাধারণ সম্পাদক পদে কালাম আজাদ নির্বাচিত হয়েছেন। কালাম আজাদ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’এর বগুড়া জেলা সংবাদদাতা হিসেবে কর্মরত আছেন। 

সভাপতি পদে রেজাউল হাসান রানু ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়াসিকুর রহমান বেচান ৭৫ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে কালাম আজাদ পেয়েছেন ৮১ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুর শাহ লোটাস পেয়েছেন ৭১ ভোট। 

গতকাল শনিবার দিনব্যাপী ভোট গ্রহণের পর রাতে প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মতিউল ইসলাম সাদী নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। 

ক্লাবের সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রাহাত রিটু, মীর সাজ্জাদ আলী সন্তোস এবং মীর্জা সেলিম রেজা। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তোফাজ্জল হোসেন ও সাইফুল ইসলাম।  দপ্তর সম্পাদক পদে রেজাউল হক বাবু, কোষাধ্যক্ষ তানভীর আলম রিমন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহেদ, ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম এবং পাঠাগার সম্পাদক পদে জাফর আহম্মেদ মিলন নির্বাচিত হয়েছেন। 

এছাড়াও নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মহসীন আলী রাজু, অ্যাডভোকেট আব্দুল মান্নান, আব্দুর রহিম বগরা, শামীম আহম্মেদ, জহুরুল ইসলাম, মুক্তার শেখ, গোলজার হোসেন মিটু, শাহেদুজ্জামান সিরাজ বিজয় এবং হারুন অর রশিদ তালুকদার। 

গতকাল শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বগুড়া প্রেসক্লাবে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। ক্লাবের ১৬৮ জনের মধ্যে ১৫৮জন সদস্য নতুন নেতৃত্ব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন। 

কমিটির ২১টি পদের বিপরীতে ৪৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। দুটি প্যানেলে নির্বাচন হয়। সাংবাদিক ইউনিয়ন সমর্থিত জাতীয়তাবাদী ইসলামী ঐক্য প্যানেল বেচান-কালাম পরিষদ এবং অন্যটি হচ্ছে রানু-লোটাস পরিষদ। চূড়ান্ত ফলাফল অনুযায়ী রানু- লোটাস পরিষদ থেকে সভাপতি এবং বেচান-কালাম পরিষদ থেকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে পুলিশের ওপর হামলা করা সেই যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেফতার
প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের সার্ফাররা
খুলনায় জেলা সমন্বয় কমিটির মাসিক সভা
দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এতিমদের মাঝে ঢাকা কলেজ ছাত্রদলের খাবার বিতরণ
কোচদের জন্য বরিশালে কর্মশালা করল বিসিবি
আগস্টের ১৬ দিনে রেমিট্যান্স প্রবাহ ১৩.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে
পার্থকে ১২৪ রানের টার্গেট দিল বাংলাদেশ ‘এ’
রিকশাচালক আজিজুরের জামিন মঞ্জুর
স্ত্রীসহ সাবেক হুইপ মাহমুদের দেশত্যাগের নিষেধাজ্ঞা
১০