খুলনায় ২৭টি কচ্ছপ উদ্ধার, বিক্রেতাকে কারাদণ্ড

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ২০:৩০

খুলনা, ২৯ জুন ২০২৫ (বাসস) : জেলার ডুমুরিয়ায় অবৈধভাবে শিকারকৃত ২৭টি কচ্ছপ উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। এই অভিযোগে কচ্ছপ বিক্রেতা জয় ঢালীকে (২২) ২৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (২৯ জুন) উপজেলার ঘোনাবান্দা মধ্যপাড়া এলাকায় জল ঢালীর বাড়ি থেকে কচ্ছপসহ তাকে আটক করা হয়।

ডুমুরিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রিতম কুমার চক্রবর্তী এ আদালত পরিচালনা করেন। পরে উদ্ধারকৃত সুন্ধি কচ্ছপগুলো উপযুক্ত আবাসস্থলে অবমুক্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের বান্দা মধ্যপাড়া এলাকার নিতাই ঢালী ও তার পুত্র জয় ঢালী অবৈধভাবে কচ্ছপ শিকার করে বিক্রি করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ ডুমুরিয়া থানা পুলিশ ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ দপ্তরের সহায়তায় অভিযান চালিয়ে কচ্ছপসহ বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে খুলনার জীববৈচিত্র ও বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য ও থানার এসআই আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, কচ্ছপ এক ধরনের বন্যপ্রাণী। যা প্রকৃতি থেকে প্রায় বিলুপ্ত। কচ্ছপ আহরণ, পরিবহণ ও ক্রয়-বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ। ধীরগতির এই প্রাণীটি পরিবেশের ভারসাম্য রক্ষায় বিরল ভূমিকা রাখে। এই প্রাণী পঁচা-গলা, ময়লা ও মরা প্রাণী খেয়ে পরিবেশের দূষণ রোধ করে। মশার ডিম, লার্ভা ও ক্ষতিকর পোকামাকড় খেয়ে মানুষের সুস্থ জীবন গঠনে ভূমিকা রাখে। কিন্তু এক শ্রেণির অসাধু মানুষ বিলুপ্ত প্রজাতির এই উপকারী প্রাণী নিধন করে অবৈধ অর্থ উপার্জন করছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাষ্ট্র ও গণমাধ্যমের ভিকটিমের প্রতি দায়-দায়িত্ব
তেজগাঁওয়ে মহিলা আওয়ামী লীগ নেত্রী সুইটি গ্রেফতার
শিশু রানার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে চার হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
রাজবাড়ীর ‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
চট্টগ্রামে জশনে জুলুসে জনস্রোত, উৎসবমূখর নগরী
আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার
কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান : কালো ধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়
১০