মৌলভীবাজারে ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ২০:৩৩
মৌলভীবাজারে ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ে কর্মশালা । ছবি : বাসস

ঢাকা, ২৯ জুন, ২০২৫ (বাসস) : বাংলাদেশ শিল্পকলা একাডেমির ক্ষুদ্র নৃগোষ্ঠী সেল’র উদ্যোগে রোববার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নিরালা খাসিয়া পুঞ্জিতে দিনব্যাপী ‘ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক লেকচার ওয়ার্কশপ-৮’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের উপ-পরিচালক এস এম শামীম আকতার।

মৌলভীবাজারের জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নিরালা খাসিয়া পুঞ্জির নেতা এলবিস প্রতাং।

নিরালা খাসিয়া পুঞ্জিতে ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক লেকচার কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ছিলেন এনাসিউন পসনা, নেরিউস বুআম ও ঊষা রঞ্জন দেব নাথ।

দিনব্যাপী এই কর্মশালায় ভিন্ন জাতিগোষ্ঠীর ১৫২ জন বিভিন্ন বয়সী ব্যক্তি অংশগ্রহণ করেন।

এর আগে শনিবার, সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ক্লোনেল চা-বাগানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ক্ষুদ্র নৃগোষ্ঠী সেল-এর আয়োজনে অনুষ্ঠিত হয় দিনব্যাপী ‘ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক লেকচার ওয়ার্কশপ-৭’।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ক্লোনেল চা-বাগানের মহাব্যবস্থাপক পরিমল কুমার ভৌমিক।

ক্লোনেল চা-বাগানে লেকচার ওয়ার্কশপে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন মিঠুন নায়েক, ভোজন কৈরী ও রাসেল রজ্ঞন।

দিনব্যাপী এই কর্মশালায় ভিন্ন জাতিগোষ্ঠীর ১৫২ জন বিভিন্ন বয়সী ব্যক্তি অংশগ্রহণ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
কুমিল্লায় ১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
গণভোট সংসদ নির্বাচনের পর হতে পারে : আহমেদ আজম খান
ইকুইটি সিকিউরিটিজ বিধি-২০২৫ খসড়া প্রকাশ: দুই সপ্তাহের মধ্যে মতামত দেয়ার আহ্বান
আগামী ১ নভেম্বর উদ্যাপিত হবে ৫৪তম জাতীয় সমবায় দিবস
যুক্তিবোধে উজ্জীবিত তরুন প্রজন্ম নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশ : চসিক মেয়র
প্রশিক্ষিত আনসার সদস্যরা স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখছেন: ডিজি
নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময়সীমা বাড়ালো এনবিআর
১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
১০