মৌলভীবাজারে ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ২০:৩৩
মৌলভীবাজারে ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ে কর্মশালা । ছবি : বাসস

ঢাকা, ২৯ জুন, ২০২৫ (বাসস) : বাংলাদেশ শিল্পকলা একাডেমির ক্ষুদ্র নৃগোষ্ঠী সেল’র উদ্যোগে রোববার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নিরালা খাসিয়া পুঞ্জিতে দিনব্যাপী ‘ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক লেকচার ওয়ার্কশপ-৮’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের উপ-পরিচালক এস এম শামীম আকতার।

মৌলভীবাজারের জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নিরালা খাসিয়া পুঞ্জির নেতা এলবিস প্রতাং।

নিরালা খাসিয়া পুঞ্জিতে ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক লেকচার কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ছিলেন এনাসিউন পসনা, নেরিউস বুআম ও ঊষা রঞ্জন দেব নাথ।

দিনব্যাপী এই কর্মশালায় ভিন্ন জাতিগোষ্ঠীর ১৫২ জন বিভিন্ন বয়সী ব্যক্তি অংশগ্রহণ করেন।

এর আগে শনিবার, সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ক্লোনেল চা-বাগানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ক্ষুদ্র নৃগোষ্ঠী সেল-এর আয়োজনে অনুষ্ঠিত হয় দিনব্যাপী ‘ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক লেকচার ওয়ার্কশপ-৭’।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ক্লোনেল চা-বাগানের মহাব্যবস্থাপক পরিমল কুমার ভৌমিক।

ক্লোনেল চা-বাগানে লেকচার ওয়ার্কশপে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন মিঠুন নায়েক, ভোজন কৈরী ও রাসেল রজ্ঞন।

দিনব্যাপী এই কর্মশালায় ভিন্ন জাতিগোষ্ঠীর ১৫২ জন বিভিন্ন বয়সী ব্যক্তি অংশগ্রহণ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দ্বিতীয় হার বাংলাদেশ ‘এ’ দলের
চট্টগ্রামে পুলিশের ওপর হামলা করা সেই যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেফতার
প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের সার্ফাররা
খুলনায় জেলা সমন্বয় কমিটির মাসিক সভা
দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এতিমদের মাঝে ঢাকা কলেজ ছাত্রদলের খাবার বিতরণ
কোচদের জন্য বরিশালে কর্মশালা করল বিসিবি
আগস্টের ১৬ দিনে রেমিট্যান্স প্রবাহ ১৩.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে
পার্থকে ১২৪ রানের টার্গেট দিল বাংলাদেশ ‘এ’
রিকশাচালক আজিজুরের জামিন মঞ্জুর
১০