মৌলভীবাজারে ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ২০:৩৩
মৌলভীবাজারে ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ে কর্মশালা । ছবি : বাসস

ঢাকা, ২৯ জুন, ২০২৫ (বাসস) : বাংলাদেশ শিল্পকলা একাডেমির ক্ষুদ্র নৃগোষ্ঠী সেল’র উদ্যোগে রোববার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নিরালা খাসিয়া পুঞ্জিতে দিনব্যাপী ‘ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক লেকচার ওয়ার্কশপ-৮’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের উপ-পরিচালক এস এম শামীম আকতার।

মৌলভীবাজারের জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নিরালা খাসিয়া পুঞ্জির নেতা এলবিস প্রতাং।

নিরালা খাসিয়া পুঞ্জিতে ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক লেকচার কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ছিলেন এনাসিউন পসনা, নেরিউস বুআম ও ঊষা রঞ্জন দেব নাথ।

দিনব্যাপী এই কর্মশালায় ভিন্ন জাতিগোষ্ঠীর ১৫২ জন বিভিন্ন বয়সী ব্যক্তি অংশগ্রহণ করেন।

এর আগে শনিবার, সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ক্লোনেল চা-বাগানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ক্ষুদ্র নৃগোষ্ঠী সেল-এর আয়োজনে অনুষ্ঠিত হয় দিনব্যাপী ‘ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক লেকচার ওয়ার্কশপ-৭’।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ক্লোনেল চা-বাগানের মহাব্যবস্থাপক পরিমল কুমার ভৌমিক।

ক্লোনেল চা-বাগানে লেকচার ওয়ার্কশপে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন মিঠুন নায়েক, ভোজন কৈরী ও রাসেল রজ্ঞন।

দিনব্যাপী এই কর্মশালায় ভিন্ন জাতিগোষ্ঠীর ১৫২ জন বিভিন্ন বয়সী ব্যক্তি অংশগ্রহণ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানকে ৮৮ রানে হারিয়েছে ভারত
ঢাকা মহানগরীতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫হাজার ৫৫৮টি মামলা নিষ্পত্তি
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
পটুয়াখালীর বাউফলে মা ইলিশ রক্ষায় দিনভর অভিযান
কঠিন চীবর দানোৎসব উপলক্ষে ধর্ম উপদেষ্টার শুভেচ্ছা 
পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান
তিস্তা নদীতে রেড অ্যালার্ট : বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে পানি
শেখ হাসিনাকে ফেরত দেয়া ছাড়া ভারত প্রত্যাশিত আচরণ পাবে না : সারজিস আলম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত ঘোষণা
বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
১০