এআই ব্যবহারে ভারসাম্য ও নৈতিকতা জরুরি : জবি উপাচার্য

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ২১:২০
ছবি : বাসস

ঢাকা, ২৯ জুন, ২০২৫ (বাসস): এআই শিক্ষা ও গবেষণাকে গতিশীল করলেও এর ব্যবহারে ভারসাম্য ও নৈতিক দিক বিবেচনা জরুরি বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে ‘ইফেক্টিভ ইউজ অব এআই টুলস ইন টিচিং, লার্নিং অ্যান্ড রিসার্চ’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, ‘যথাযথ প্রশিক্ষণ ও নীতিমালার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগানো সম্ভব। এআই শিক্ষা ও গবেষণাকে সহজতর করে তুললেও এর যথেচ্ছ ব্যবহার রোধে আমাদের সতর্ক থাকতে হবে। এআই ব্যবহারে স্বীকৃতি ও কৃতিত্ব প্রদানের বিষয়েও সচেতনতা প্রয়োজন।’

প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক।

স্বাগত বক্তব্য রাখেন জবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক মেজবাহ-উল-আজম সওদাগর।

প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
কুমিল্লায় ১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
গণভোট সংসদ নির্বাচনের পর হতে পারে : আহমেদ আজম খান
ইকুইটি সিকিউরিটিজ বিধি-২০২৫ খসড়া প্রকাশ: দুই সপ্তাহের মধ্যে মতামত দেয়ার আহ্বান
আগামী ১ নভেম্বর উদ্যাপিত হবে ৫৪তম জাতীয় সমবায় দিবস
যুক্তিবোধে উজ্জীবিত তরুন প্রজন্ম নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশ : চসিক মেয়র
প্রশিক্ষিত আনসার সদস্যরা স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখছেন: ডিজি
নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময়সীমা বাড়ালো এনবিআর
১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
১০