বান্দরবানের বলিপাড়ায় ২৭০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বিজিবি

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ২১:২২

বান্দরবান, ২৯ জুন, ২০২৫ (বাসস): বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিভিন্ন শ্রেণীর ২৭০ জন প্রান্তিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করেছে। 

আজ বান্দরবানের থানচি উপজেলায় বিজিবির বলিপাড়া জোনের (৩৮ বিজিবি’র) উদ্যোগে বলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

শিক্ষা উপকরণের মধ্যে রয়েছে খাতা, কলম, ইরেজার, পেন্সিল ও চকলেট । 

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে  এ কথা জানানো হয়েছে।

বলিপাড়া জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন। তিনি শিক্ষার্থীদের হাতে জাতীয় পতাকা তুলে দেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকাগণ, অভিভাবকবৃন্দ ও এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জোন কমান্ডার বলেন, সুশিক্ষিত প্রজন্মই একটি দেশের প্রকৃত সম্পদ। বিজিবি সীমান্ত সুরক্ষা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি সবসময় দেশের মানুষের কল্যাণে নিয়োজিত আছে। শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের এ অঞ্চলে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস তৈরি হবে। 

তিনি আরও বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং তারাই জাতির কর্ণধার। তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব। 

তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি দেশপ্রেম ও নৈতিক শিক্ষা বিষয়ে উদ্বুদ্ধ করার জন্য সকল শিক্ষক-অভিভাবকদের  প্রতি আহ্বান জানান। 

ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বিজিবির পক্ষ থেকে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানকে ৮৮ রানে হারিয়েছে ভারত
ঢাকা মহানগরীতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫হাজার ৫৫৮টি মামলা নিষ্পত্তি
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
পটুয়াখালীর বাউফলে মা ইলিশ রক্ষায় দিনভর অভিযান
কঠিন চীবর দানোৎসব উপলক্ষে ধর্ম উপদেষ্টার শুভেচ্ছা 
পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান
তিস্তা নদীতে রেড অ্যালার্ট : বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে পানি
শেখ হাসিনাকে ফেরত দেয়া ছাড়া ভারত প্রত্যাশিত আচরণ পাবে না : সারজিস আলম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত ঘোষণা
বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
১০