চট্টগ্রাম নগরীতে ৩১ কি.মি. সড়কের এলইডি বাতি প্রকল্পের উদ্বোধন

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ২১:৫৯
ছবি : বাসস

চট্টগ্রাম, ২৯ জুন ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরীর ১০টি ওয়ার্ডে ৩১ দশমিক ৬৩ কিলোমিটার সড়কে ১৮ কোটি ৭৬ লাখ টাকায় ১ হাজার ২৬৫টি স্মার্ট এলইডি বাতি স্থাপনের কাজ শুরু করা হবে।

রোববার (২৯ জুন) ৮ নম্বর শোলকবহর ওয়ার্ডের আবদুল হামিদ সড়কে বৈদ্যুতিক খুঁটি স্থাপনের মাধ্যমে স্মার্ট এলইডি বাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

এসময় তিনি বলেন, নগরবাসীর নিরাপদ ও স্বস্তিকর চলাচলের জন্য অন্ধকারমুক্ত নগর গড়ে তোলা আমাদের অঙ্গীকার। এই আলোকায়ন প্রকল্প তারই অংশ।

জানা গেছে- বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘বিদ্যুৎবাতি উন্নয়ন কার্যক্রম (অঞ্চল-১, ধাপ-১)’ এবং ‘বিদ্যুৎবাতি উন্নয়ন কার্যক্রম (অঞ্চল-৫, ধাপ-১)’ শীর্ষক দুটি উপ-প্রকল্পের আওতায় এসব স্মার্ট এলইডি বাতি স্থাপন করা হবে।

মেয়র আরো বলেন, এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে আলোকায়ন ব্যবস্থাকে স্মার্ট নগরে রূপান্তরের প্রথম ধাপ হিসেবে আমরা দেখছি। এটি শুধু নিরাপত্তাই নয়, সৌন্দর্যও বাড়াবে। স্মার্ট এলইডি বাতিগুলো ক্লাউড সার্ভারের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করা যাবে। ফলে বাতি চালু বা বন্ধ, যন্ত্রের ত্রুটি শনাক্ত এবং রক্ষণাবেক্ষণ আরও সহজ হবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান সোহেল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) মো. জসীম উদ্দীন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) শাফকাত বিন আমিন ও প্রকল্পের আলোকায়ন কাজের সমন্বয়কারী সহকারী প্রকৌশলী সরওয়ার আলম খান, অনিক দাশগুপ্ত, ফখরুল ইসলাম, রূপক চন্দ্র দাশ, এনামুল হক, কামাল হোসেন ও সালাহ উদ্দিন ইউসুফ মজুমদার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের সার্ফাররা
খুলনায় জেলা সমন্বয় কমিটির মাসিক সভা
দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এতিমদের মাঝে ঢাকা কলেজ ছাত্রদলের খাবার বিতরণ
কোচদের জন্য বরিশালে কর্মশালা করল বিসিবি
আগস্টের ১৬ দিনে রেমিট্যান্স প্রবাহ ১৩.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে
পার্থকে ১২৪ রানের টার্গেট দিল বাংলাদেশ ‘এ’
রিকশাচালক আজিজুরের জামিন মঞ্জুর
স্ত্রীসহ সাবেক হুইপ মাহমুদের দেশত্যাগের নিষেধাজ্ঞা
আগামীকাল থেকে শুরু নারী চ্যালেঞ্জ কাপ
১০